পর্ব ১০১
লিমেরিক
.
কিরণমালা পাখি শালী আসলো আমার দেশটাতে।
আমার বোনের ঈমান আমল ধংস করার চেষ্টাতে।
বোন যে আমার তা বোঝে না,
ভাল চ্যানেল সে খোঁজে না।
ভিনদেশীরা করছে ক্ষতি ভাল লোকের বেশটাতে।
.
_____সাজিদুর
---------------------------------
তুমি দেখি কথায় কথায়
ভেজাও শুধু শুকনো চিড়ে ,
.
এ কথাটি আমি ছাড়াও আম জনতা বুঝছে ধীরে ,
.
লাজে তোমার বদনখানি
যায় ঘেমে যায় ও পাষাণি
.
তবূ তূমি থামছো না ক্যান্
দিলেম তোমায় মাথার কিঁড়ে ।
----------------------------------
.
লিমেরিক
.
কয়জনেতে খুব মেতেছো আমার কথার বদনামে,
হাসছো খুবই ইচ্ছেমতো আমায় দেয়া পদ,নামে।
কত্তোরকম মামলাতে
সাক্ষী পাগল-আমলাতে,
আমায় মিছে জব্দ করে দেখবে কেমন পদ ঘামে।
----------------------------------------
লিমেরিক
-জয়নব জোনাকি
মেয়ের বাবা চেয়েছিলো দামী একখান পাত্র
ঘটক এসে বলছে হেসে পাত্র বুয়েট ছাত্র,
হয়নি যাচাই বাছাই
ভাবছে কথা হাঁচাই,
জানলো শ্বশুর জামাই তাহার পড়ছে এইটে মাত্র।
------------------------------------------
"লিমেরিক -০১"
"সাদ্দাম হোসেন ইশতিয়াক"
আজব দেশের আজব মানুষ, আজব আচরণ,
সত্যের গায়ে দেখি আজি মিথ্যার আবরণ।
অপরাধীর হয়না সাজা,
নিরপরাধ তেলে ভাজা।
কেমন করে এদেশেতে থাকবো আমরণ..?
==================================
"লিমেরিক -০২"
"সাদ্দাম হোসেন ইশতিয়াক"
দেখে আমার ঘুরছে মাথা এদেশেরই নীতি,
কেমন করে গাইবো আমি দেশপ্রেমেরই গীতি।
অন্যায় যাদের নিত্য সাথী,
ন্যায়কে যারা মারছে লাথি।
তাদের দেশে কমবে নাতো কুকর্মেরই প্রীতি।
--------------------------------------------
পর্ব-১০১
লিমেরিক-০১
বাছা এখন বড় হয়েছে, পা দিয়েছে বিশে
জ্ঞান-বুদ্ধি ঢের বেড়েছে, পাত্তা দে আর কিসে?
মায়ের অশ্রু জল দেখে না
বাবার শাসন ভাল্লাগে না
আত্মা যে তার মরে গেছে মিথ্যা প্রেমের বিষে।
.
লিমেরিক-০২
কেউবা ছুটে নারীর পিছে, কেউবা টাকা-কড়ি
কেউবা ভাবে, খ্যাতি পেতেই নিজকে আজি গড়ি।
হায়রে কেউ ভাবছে না যে
সেই সময়ে করবে কী যে
মৃত্যু এসে হঠাৎ যখন, মারবে পিঠে ছড়ি!
//সাঈদা লুবাবা
----------------------------------
লিমেরিক-১
.
বড্ড ভালো মানুষ আমি থাকি সদা চুপ
সুযোগ বুঝে আপনজনের জন্য খুঁড়ি কূপ
বেড়াই ঘুরে সাধু বেশে
শহর, গাঁয়ে দেশে দেশে
হঠাৎ হঠাৎ পাল্টে ফেলি আমি আমার রূপ।
.
লিমেরিক-২
.
কবিরা তো কাব্য নিয়ে খেলবে নানান খেল
কখনওবা লেখার দরুন খাটতে হবে জেল
তবুও কবির লিখতে হবে
যতদিন সে বেঁচে রবে
লোভে পড়ে কারও পিছে মারবে কেন তেল?
------------------------------------
লিমেরিক
আব্দুল হাকিম
.
টাকা আছে তাইতো আমি নেভি রেখে কিনি স্টার
ব্যানছনেতে ফু-লাগিয়ে চলছে দেখো যিনি স্টার
দু’আঙুলে চিপরায়
লাভকড়ি খায় পিঁপড়ায়
ধোয়ার পিছে ছুটছে কেবল ফকির থেকে মিনিস্টার।
-----------------------------------