পৃথিবী বাসী

    Antara Raidah

আমার জন্ম এই উর্বর সবুজ বাংলাদেশে,
তবুও আছি সবখানে, সবদেশে সবুজ বেশে।
"সূর্য "এই গ্রহের নিরাপদ প্রহরী যেমন,
আমিও তার সঈী হয়ে প্রীতির তূর্য গড়ি তেমন।
সারা পৃথিবীর আনাচে কানাছে সূর্যের আলোর মত,
সজিব হয়ে সবুজ হতে,হই বলি করি দূর ক্ষত।
ইউরোপ আমেরিকা, মিসর, কানাডা সিরিয়া.....,
ইয়েমেন, তুরুস্ক সবি,সবিই আমার প্রানের হিয়া।
আমি আমার দুনিয়ায় ভেঁঙেফেলেছি চীনের মহা প্রাচীর,
আমি যে মানব নই দানব,প্রেমের টানে মুহূর্তে হই হাজির।
কেন থাকবে দেহে প্রাচীর? দূর হয়েছে শক্তি অসির,
তবে কি দেখ না এ সবুজ গ্রহে প্রেমের কোন নজীর??
সেই আফ্রিকায়,সেতু হয়েছে বাংলাদেশের দেহ,
পিটে "পা"রেখে করেছো যাতায়াত শুনেছ কোথায় কেহ??
দিয়েছি এ বুক এ পিট রক্ত মস্তক,
ভালবাসি বলে প্রিয়, ভালবাসি বলে লিখছি এ স্তবক।
জন্ম সূত্রে পরিচর আমার নয় শুধু বাংলাদেশি,
আমি পৃথিবী বাসী,বিশ্ব হাসি প্রিয় তোমায় ভালবাসি।
এক পরিবারের মত করছি বসবাস এ "সবুজ গ্রহে",
দু একজন আছো তেড়া চেষ্টা করছি যেতে সহে।
শুনেছি সবুজের টানে অসবুজও "সবুজের" রং মাখে,
তখন দেখো বন্ধু আমার থাকবে কত সুখে।
এক গ্রহে, এক ঘরে একই মানুষ আমরা, হাসি কান্না, রক্তের রং,সবি এক,ভিন্ন শুধু চামরা।
তবে সবারই বাম বুকে করে বাস হৃদপিন্ড,
মানবতা, মানব প্রেম তাইতো অখন্ড।!!
তাই বলছি ওগো পৃথিবী বাসী,,,,
শুনে নাও, শুনে নাও ওগো, তোমাদের আমি ভিষন ভালবাসি।।।
 
Top