শ্রমগীতি
"""""""""""""""""""""""""""""""""""""""""""
ই স লা ম ত রি ক
""""""""""""""""""""""""""'""""""'"'''''''''''''''''"
সুখ বিলানো ফেরিঅলা
কষ্টাকাশের চন্দ্র,
শ্রমিক হৃদয় একটু সুখে
শ্রমনীতিতে মন্দ্র।।
:
তার পরশে হয় জীবিত
কল-কারখানা যন্ত্র,
কোটিপতির ভোগ বিলাসে
শ্রমিক আসল মন্ত্র।।
:
সবার সুখে যাচ্ছে খেটে
শ্রমিক সুখের সৈন্য,
সুখ বিলাতে জ্বলছে নিজে
যায় না তবু দৈন্য।।
:
যাদের শ্রমে বাড়ছে ক্রমে
উন্নয়নের বিশ্ব,
তার অধিকার যাচ্ছি ভুলে
জাগায় মনে ভীষ্ম।।
:
মুক্ত মনে সবার পণে
শ্রমগীতি হোক সাম্য,
শ্রমনীতিতে ভক্তি বাড়ুক
এ হোক সবার কাম্য।।
:
সান্তাহার,বগুড়া।




-------------------------------


ন্যায্য অধিকার
আনিস আরমান
.
পেটের দায়ে নগ্ন পায়ে
আমার শ্রমিক ভাই
খালি পেটে যাচ্ছে খেটে
সারা দিবসটাই।
.
বসন,আহার টাকার বাহার
নেইকো মোটেও ঢের,
ন্যায্য টাকা চাইলে বাঁকা
চক্ষু মালিকের।
.
পথে পথে কারখানাতে
ঝরছে ভাইয়ের ঘাম,
জগৎ মাঝে কোন কাজে
নেইকো তবুও দাম।
.
যাদের শ্রমে বাড়ছে ক্রমে
অই দালানের ভীত,
তাদের সাথে রাতবিরাতে
চলছে খারাপ নীত।
.
ওদের প্রতি অন্যায় নীতি
চলবে কতো আর!
দাও ফিরিয়ে শ্রমিকদেরই
ন্যায্য অধিকার।



--------------------------------------


"মে দিবস এবং...."
/Md Aadul Aziz Minyajee /
কাদের ঘামে সস্তা দামে
চলছে মিল ও কারখানা?
আকাশ ছোঁয়া অবাক হওয়া
উচ্চ দালান কার বানা ?
রোদে-জলে ঝড়-বাদলে
খাটছে কারা নিত্য?
তাদের ক'জন নিত্য ভোজন
সারছে ভরে চিত্ত ?
আজও রোগে কারা ভোগে
পায়না ওষুধ পথ্য
তাদের যারা শুষছে তারা
নয় বিলাসে মত্ত ?
পোষাক মিলে খাচ্ছে গিলে
যাদের তাজা রক্ত?
কেন তারা দিশে হারা
পায়না বিচার শক্ত ?
মিটিং মাটাং ফিটিং ফাটাং
সেমিনারের খবর
ছেখছি যতো বুঝছি ততো
কার্যমূলে গবর ।
অধম ভাবি ওদের দাবী
ধরছে যারা তুলে
মে দিবসে সভা শেষে
তারাই আগে ভুলে ।



----------------------------------------


শ্রমিক
------ নাজীর হুসাইন খান
কাম করে ঘাম ঝরে শ্রমিকের গায়
মাস শেষে কর্মের মায়নাটা চায়।

কাম করে ঠিকঠাক ন্যায্যটা পেলে
ঘাম ঝরা কর্মের কষ্টটা ঠেলে ।

আনন্দে মাতে খুব হাসি পায় মুখে
সারা মাস শ্রমিকের কাটে দিন সুখে।

কর্মের ফল তারা কম পায় যদি
আশা পুড়ে ছাই হই কাপে সুখ গদি।

শুনো ভাই মহাজন শুনো আজ সবে
শ্রমিকের ন্যায্যটা দিয়ে দিতে হবে।
০১/০৫/১৬

----------------------------------------------
_______শ্রমিকের দাম_________
রফিকুল ইসলাম
.
দেশের গতি করতে অতি
যারাই করে কাজ।
তারাই শ্রমিক স্বদেশ প্রেমীক
তারাই ত্যাগী লাজ।
.
তাদের কামে রক্ত ঘামে
সচল দেশের চাকা।
তাদের চোখে হাসি মুখে
স্বপ্ন ছবি আঁকা।
.

শ্রমিক তারা নয়কো অরা
কারো কৃতদাস।
কাজের ভারে জীবনটারে
করবে সর্বনাশ।
.

কাজের শেষে মাইনে হেসে
হাতে দিয়ো তুলে।
নিজের কথা সকল ব্যাথা
যাবে অরা ভুলে।
.

সবার কাজে সকাল সাঁজে
যাদের প্রয়োজন।
তাদের কেন করতে হীন
চলছে আয়োজন?
.

নবীর বাণী সবাই জানি
বলে ছিলো কবে।
ঘাম শুকাতে দাম চুকাতে 
বলে ছিলো সবে।
-----------------------------------------

শ্রমিক অধিকার
আব্দুল হাকিম
.
বলেন দেখি কাদের হাতে
অট্টালিকা প্রাসাদ হয়?
কষ্ট গ্লানি আজীবনই
টানতে কাদের প্রাণের ক্ষয়?
.
করছে ক্রাইম ওভার টাইম
আট ঘণ্টারই বেতন পায়
দিনে রাতে পোশাক খাতে
লাগছে আগুন কাদের গায়?
.
পায় না সাজা রানা প্লাজা
তাজরিনের ফ্যাশান হাউজ
টকশো টিভি বলছে সবি
কাজ করতে কেন ডাউস?
.
করছে লালন দিবস পালন
পায়নি আজও অধিকার
করতে তাড়া জাগবে কারা
আনতে শ্রমিক স্বাধিকার?

--------------------------------------------

কোথায় ছিলে সে দিন?
- আবু সাহেদ সরকার
- কোথায় ছিলে সে দিন?
যে দিন লাখো শ্রমিক তাদের বুকের
তাজা রক্ত ঝড়িয়েছিল রাজ পথে।
কোথায় ছিলে সে দিন?
যে দিন শ্রমিকের বিক্ষোভে ছেয়েছিল
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ওলি গলিতে।
কোথায় ছিলে সে দিন?
যেদিন ফসল কাটার কারখানার সামনে শ্রমিক সভায়
নৃসংশভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় শ্রমিকদের।
কোথায় ছিলে সে দিন?
যে দিন মিথ্যা মামলায় চার শ্রমিককে
ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল।
কোথায় ছিলে সে দিন?
যে দিন ওই হে মার্কেটের শ্রমিকদের বিক্ষোভ
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।
কোথায় ছিলে সে দিন?
যে দিন অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে
সমাবেত হয়েছিল বিক্ষোভের সমুদ্রে।
কোথায় ছিলে সে দিন?
যখন রানা প্লাজা নামক অজগর সাপ
অসংখ্য শ্রমিকদের পেটে গিলেছিলো।
কোথায় ছিলে সে দিন?
যে দিন রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল
শ্রমিকদের দৈনিক আট ঘন্টার কাজ।

------------------------------------------------------

শ্রমিকের অধিকার ..
...
>কবিতা মাহবুবা<
...
মাথায় ঝুলি আমি কুলি,

নেইকো আমার দাম,

তিক্ত কথায় মনের ব্যথায়

থামছেনা ভাই কাম।

রোদে ঝড়ে যাচ্ছি লড়ে

খাটছি নিরবদী,

মাছি তুল্য পাইনা মূল্য

পাইনা সুখের গদি।

দেশের তরে যাচ্ছি করে

হরেক রকম কাজ,

পাইনা যখন মূল্য তখন

পড়ে মাথায় বাজ।

আর কতদিন নাচবি তাধিন

ঝরায়ে আমার ঘাম,

দে না এবার ন্যায্য আমার

দে মিটিয়ে উচিত দাম।

------------------------------------------------

 
Top