কলম
মোঃ মনিরুল ইসলাম মামুন
***************************
সামনে গুলি,থামবে বুলি,
নেই আঘাতের মলম!
রুদ্র স্বভাব দিতেই জবাব
তুলেই নিলাম কলম।
আমরা লেখক সবাই দেখক
কলম হল অস্ত্র
কলম নেশা,কলম পেশা
যোগায় অন্ন-বস্ত্র।
কলম ভক্তি,কলম শক্তি
করে দিয়ে দূর ভীতি
কলম আগায়,প্রেরণা জাগায়
মুছে ফেলে দুর্নীতি।
নাড়ায় বিবেক,তাড়ায় আবেগ
কলম নামের যন্ত্র
কলম আশা,মুখের ভাষা
এগিয়ে যাবার মন্ত্র।
দিই যে রুখে কলম টুকে
লাগাই না তার খাপটা
নেই কো থেমে আসলে নেমে
অজস্র ঝড় ঝাপটা।
কলম গুণে বিনা খুনে
সত্য বুনে কালি
আমরা যে বীর,উন্নত শির,
চাই না বাহ্ বাহ্ তালি।

----------------------------------

কলমের ত্যাজ
আব্দুল হাকিম
.
কলম মোদের জালিম তোদের
কামান বুলেট বোমা
ধাপায় যারে এক ট্রিগারে
এবার জুলুম কমা।
কলম কালি দেয় যে জ্বালি
বারুদ সম আগুন
ভীতটা ধরে ভস্ম করে
সেই কলমই জাগুন।
দুর্নীতি ও স্বজন প্রীতির
মূলৎপাটন করে
সন্ত্রাসী আর চাঁদা বাজের
টুটি চেপে ধরে।
দশের ভ্রান্তি দেশের ক্লান্তি
দূর করিতে জাগে
কলম ত্যাজে অসৎ কাজে
কু চক্রিরা ভাগে।
জাগুক কলম নজরুল সম
ভাঙুক লোহার কড়া
কলম আনি বজ্র ধ্বনি
কাঁপায় বসুন্ধরা।

----------------------------------

কলম
মোঃ ইউসুফ
কলম কবিতার যুদ্ধ বেঁধেছে কবি লেখকেরা ক্রুদ্ধ
তাঁহাদের সনে কি করে কুলোয়ই আমি ক্ষীনকায় বয়োবৃদ্ধ।
ঢাল তলোয়ার নেই কিছুই শুধু কলমের ঝন ঝন ধ্বনী
শ্রেষ্ঠ কবিতা লেখায় মেতেছে সকল জ্ঞানী গুণী।
কাগজের বুক ফাঁড়িয়া চলছে কলমের তীক্ষ্ণ ডগায়
গড়িছে শীল্প জ্ঞাণের নৈপুন্যে প্রতি খোচায় খোচায়।
অশির চেয়ে মশি বড় ব্যস্ত করিতে প্রমাণ
ইতিহাস ঘাটি করিয়াছে হাজির বুরি বুরি উদাহরন।
কলমের শ্রেষ্ঠত্ব করছে প্রমাণ দিন রজনী গবেষণা করে
কলমের চেয়ে নেই কিছু বড় অবনি পরে। কলমে লেখা হয় কুরআন হাদীস লেখা হয় তাকদীর
আরো লেখা হয় ভীরু কাপুরুষ কিংবা জগদ্বিখ্যাত বীর।
কলমে দ্রোহের আগুণ জ্বলে বাজে বিরহের সুর
প্রিয় প্রিয়ার ছিঠিগুলো কলমেরই লেখা ছন্দে যা সু মধুর।
অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠানে কলমইতো মহারাজ
রাজা বাদশা বানানো সেতো কলমের এক আঁচড়ের কাজ।
কলমে জুলুমের হয় প্রতিবাদ লেখা হয় ন্যায়
কলম ঘুমালে জেগে উঠে সব অবিচার অন্যায়।
বড় হওয়া কোন বড় কথা নয় থাকলে কলমের জোর
বকলমী যেথায়ই যায় সবে করে দুর দুর। কলমের জ্ঞান নাই যার চক্ষু থেকেও সে অন্ধ
কলমই শ্রেষ্ঠ কোরআনে প্রমান অবসান সব দন্ধ।

------------------------------------------

কলম
Md Abdul Aziz Minyajee
.
একটি কলম অসীম জ্ঞানের
যুগ জামানার ধন
লুকিয়ে রেখে বইয়ের পাতায়
ভরায় পাঠক মন
এই কলমে লিখেন কুরআন
রাব্বুল আলামীন
পবিত্র এ কলম দিয়েই
লিখেন মুত্তাকীন
কলম দিয়েই শাসন করেন
বাদশাহ জমিদার
বহাল করেন ফাঁসির আদেশ
জজও ব্যারিষ্টার
কলম দিয়েই শোষণ জুলুম
চলছে কতো আজ
কলম দিয়েই করছে ওরা
নীতি বিহিন কাজ
কলমটাযে মস্তদামী
খোদার নেয়ামত
এক কলমই রচতে পারে
জাতির কেয়ামত
ন্যায়ের পথে থেকেই কলম
তুলতে পারে ঝড়
গুঁড়িয়ে দিতে পারে জালিম
অত্যচারীর ঘর

---------------------------------------------

কলম
""""""""""'''''"'''''""""""""""""""""""""""""""""
ই স লা ম ত রি ক
""""""""""""""""""""""""""""""""""""""""""""
লাঞ্চিত চুম্বন ত্রাসে কাঁপে বিশ্ব
কলমের ঠোঁটে ভাসে মুক্তির দৃশ্য।
মিথ্যার তুফানে
উচ্ছল উজানে
কলমের ব্যবহার জালিমের ভীষ্ম।।
:
কলমের ঠোঁটে আজ ইতিহাস দীপ্ত
শঙ্কিত কবিতায় তার কালি ক্ষিপ্ত।
দুূর্জয় যুক্তিতে
দুর্গম মুক্তিতে
কলমের কন্ঠ শুরু থেকে লিপ্ত।।
:
শতাব্দীর দিগন্তে কলমের চিহ্ন
ঘৃণিত মহাত্রাস করে দেয় ছিন্ন।
বিজয়ের কেতনে
সঞ্চিত চেতনে
কলমের শক্তির রাজবেশ ভিন্ন।।
:
কলমের কম্পিত নির্ঝর ছন্দ
গর্বিত উল্লাস ভেঙ্গে দেয় দ্বন্দ্ব।
কবিতার খাতাতে
জীবনের পাতাতে
কলমের শক্তি দলে দিক মন্দ।।
:
সান্তাহার, বগুড়া।

--------------------------------------------

.
.হরেক কলম
.
একটি কথা যাচ্ছে
শুনা
জনগণের মাঝে ,
আগের যুগের কলম
গুলো
লাগছে না আর
কাজে ।
.
ইয়থ কলম কঞ্চি
কলম
কলম উইংসানে,
পাইলট কিবা সুপার
ডিয়ার
চিনেন বা ক'জনে ?
.
ঝর্ণা কলম ? যুগ
নাকি নাই
বলপেনের এই দিনে, লিখতে কিছু কয়েক
ডজন
রাখতে যেহয় কিনে ।
.
আগের যুগে একটি
কলম
থাকলে কারো ঘরে,
সেই কলমে লিখত
সে জন
সারা জনম ধরে ।
.

---------------------------------------------

Asraful Alam আজকাল কলমটাকে খুব করে দেখি
ছোটবেলার কথা,ভাবি সত্যি কি তাই ?
অসির চেয়ে বৃহদাকার মসী !
হুম,বটে-অনেক বৃহৎ
মসী দৈনিকের পর দৈনিক ভরছে
আজাদ থেকে কণ্ঠ,হোরাল্ড থেকে আলো
আনন্দবাজার থেকে ট্রিবিউন।
বড় রক্তাক্ত,ভয়ঙ্কর কালি মাখা ।
মক্কা থেকে কাশ্মীর,মদিনা থেকে প্যলেস্টাইন
হাহাকার করা প্রাণগুলোর নষ্ট শিরোনাম
সাদা কে কালো রং মেখে দেয়া
বুলেটের ছোরা গুলোকে লাল রং নাম দেয়া
হন্তারকের পদবী বীরের শব্দে অলংকৃত করা
নিপীড়িতার গায়ে জঙ্গি বিশেষণ
মুক্তিকামীর ললাট জুড়ে সন্ত্রাসের ছবি
কসাই এর বুকে শান্তির শব্দ তুলে দেয়া।
এই তো সেই মসী,সেই কলমের দাগ
তরবারি কে আর রাখতে চায়!
ছোট্ট কলমের আঁচড় মেখে যদি
ফাঁসীর দণ্ড নামিয়ে আনা যায়,
শান্তির বুকে অশান্ত বৈরিতা এঁটে দেয়া যায়
কে বল তরবারির বাট নাড়াতে আসে!
জিয়ন কাঠির একটা কলম চাই
সত্যের উদ্ভাসনে লেপ্টে দিবো যে কালিতে
মুক্তির অমিয় বার্তা
জাহেলিয়াতের বুক চিড়ে নতুন সূর্য।

----------------------------------------------

----কলম
____সাজিদুর রহমান
.
কলম দিয়ে শয়তানেরা
আঘাত করে এই বুকে।
ন্যায়ের পথে আন্দোলন আজ
দেশ বিরোধী দেয় রুখে।
.
কলম ফাঁদে মানুষ কাঁদে
দুখ সাগরে যায় ভেসে।
কলম খোঁচায় পরের জমি
অসৎ লোকে নেয় হেসে।
.
কলম হাতে সব জালিমে
দেখায় কতো ভয়-ভীতি।
টাকার বলে উল্টো চলে
নিত্য করে দূর্নীতি।
.
কলম কাঁড়ে আমার মায়ের
মিষ্টি মধুর ঐ হাসি।
কলম ভাঙ্গে আমার দেশের
মিষ্টি সুরের সেই বাঁশি

------------------------------------------

 
Top