আসাসালামু আলাইকুম, 
প্রিয় সাহিত্য প্রেমী লেখক ,পাঠক বন্ধুরা,

খুব আনন্দেরসাথে নিয়ে আসলাম সাপ্তাহিক সাহিত্য আসর ও প্রতিযোগিতা ৯৪ তম পর্বের ফলাফল। এই পর্বটি সত্যিই দারুণ হয়েছিল । সাবই খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছে । বিচারকদের বেশ কষ্ট হয়েছে ফলাফল নির্ণয়ে । তবে অনেকের লেখা ছড়ার মতো হয়েছে । আমরা চাই অংশগ্রহণকারী প্রত্যেকের লেখাই দিন দিন উন্নত মানের হয় । আশা করি আগামীতেও আপনারা আন্তরিকতার সাথে অংশ নিবেন । 

আমি পরিষদের পক্ষ থেকে সেরা তিনজনসহ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ।
শুভেচ্ছান্তে,
আলানূর হোসাঈন
প্রতিষ্ঠাতা সভাপতি,
বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ।

--------------------------
‪#‎নিচে‬ বিজয়ীদের কবিতা দেয়া হলো
--------------------------
পর্ব সংখ্যাঃ ৯৪
উপলব্ধি
মুজাহিদা তামান্না
-
সময়ের সাথে সখ্যতা গড়েনি তখনো,
নিদারুণ উচ্ছাস আর আবেগের দুরন্তপনা মিশে ছিল ঐ চোখের তারায়,
মনের মায়ায় বিলীন হয়ে যাচ্ছিল বিবেকের ইমারত,
আর স্বপ্নরা রঙধনুর আবিরে সাজাতে চেয়েছিল এই পৃথিবীর রঙ্গমঞ্চ,
বাসন্তী তারুণ্য বিভোর ছিল প্রাপ্তির পূর্ণতায়,,
তবুও,,,,
তবুও,,,,
অতৃপ্ত ছিল আত্মার আবরণ, অনুযোগের কম্পন ছিল অনুভূতির ইথারে।
অতঃপর,,,
সময়ের গভীর আলিঙ্গনে স্তব্ধতা নেমে এলো মনন ও চিন্তাশীলতার আবহে,
উপলব্ধির রোশনী উদিত হলো পাঁজরের প্রান্তরে।
ওপারের ডাক যদি এই অবেলায় কড়া নাড়ে,
যদি অন্তিম নিঃশ্বাসের বায়ু বিশ্বাসের দেয়াল ভেদে বেরিয়ে যায়,
তবে এতটুকু পুঁজির আশ্রয়ে মিলবে কি মুক্তির পথ?
মিলবে কি অনন্ত সুবাসের কারুকাজ?
এই উদ্বেলিত উপলব্ধির জোয়ারে
উদ্ধত হৃদয় নুইয়ে পড়ে মহামহিম শক্তিধর রবের সায়রে,
অনিঃশেষ জীবনের সবুজাভ আলিশানের প্রত্যাশায়।
--------------------------------------------
সাহিত্যাসর-৯৪
.
'তবুও বেঁচে আছি'
-মাহবুব এ রহমান
- - - - - - - - - -
সামনে তাকালে আঁধার ছাড়া দেখিনা কিছুই।
দুঃসহ দুঃখগুলো ধেয়ে আসছে সবদিক থেকে।
নীলাভ আকাশে স্বপ্নের পায়রারা যেনো
করেনা আর ওড়াওড়ি।
সবুজাভ 
পৃথিবীটাকেও আর লাগেনা সুন্দর।
তঠিনির উজ্জ্বল ঢেউয়ের ছন্দ কেনো যেনো আর হয়না উপভোগ্য।
আয়েশ নামক রঙিনচশমাটা খুলে তাকালে
ধরিত্রীকে মনে হয় সব চেয়ে অশান্তির জায়গা।
জীবনের বাস্তবতায় রঙিন দুনিয়াটা শুধুই ধোঁকা।
সুখ নামক বস্তুটা আসলেই ছলচাতুরি আর
মরীচিকা ছাড়া কিছুই নয়।
স্বপ্নের চারণভূমিটা যেনো আজ বিরানভূমি কিংবা নদীর জলের ভাসমান মরাগরু,
যাকে ছিঁড়ে খাচ্ছে চিল-
শকুনেরা।
তবুও বেঁচে আছি!
জীবনের প্রয়োজনে বেঁচে থাকতেই হবে আমাকে।
এই অবসাদ আর তিক্ততাকে পায়ে দলে
একবুক আশা আর স্বপ্নকে নিয়েই বেচেঁ আছি।
আশা আর স্বপ্নের সাথেই আমার চিরবসবাস।
এবং সামান্য একটু ভালোবাসায় বাঁচতে চাই অনন্তকাল।
ভালোবাসা নামক একফোঁটা শিশিরবিন্দু পেতে চাই যুগ থেকে যুগান্তরে।
.
০৮-০৮-১৬
সিলেট।
--------------------------------------------------
পর্বঃ৯৪
___________________
(মহাপ্রলয়) 
ইয়াসমিন 
_________________
একটি প্রলয়ের অপেক্ষায় দিনগুণি
একটি সত্যন্যায়ের আহবানের অপেক্ষায় বুদ হয়ে থাকি।
যে আহবানে ঘটে যাবে 'মহাপ্রলয়'!
অন্যায়, মিথ্যা বিনাশ হয়ে জেগে উঠবে বিশ্বাসের দুনিয়া।
আমরা অহেতুক বাহারি সাহসের দাবিদাররা
ভীতির পোশাক খুলে সত্যের শিকড় আকঁড়ে ধরতে পারবো একসাথে!!
একসাথে রুখতে পারবো মিথ্যার শাসন। 
হে মহাপ্রলয়ের নায়ক,
তোমার সাড়া না পেয়ে ঘুমিয়ে গেছে এ তট,
ঘটাও মহাপ্রলয় বাজাও সত্যের নাকাড়া।
তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে পরিচ্ছন্ন হোক অন্তরের জং,
আর সত্যকামুকদের ঈমানের শানে
লুটিয়ে পড়ুক অন্যায়ের দাজ্জ্বাল।
হে নায়ক, হে বীর সেনানী
আবু বকর, উমরের উত্তরসূরি!!
তুমি এসো একটা মেঘমুক্ত আকাশ নিয়ে
নিয়ে এসো কিছু সত্য বচনের তাবিজ।
তাবিজগুনে যেন আমাদের অন্তরে পুশিত ফরমালিন শূন্য হয়ে যায়!
আর আমরা তাগড়া ঈমান নিয়ে বিচরণ করবো এ জমিন,
মানুষ এবং মানবতার তরে হবে জীবন বিলীন।
স্রষ্টা প্রেমে উদ্বেলিত হয়ে
প্রবেশ করবোনা আর জৌলুসতার অন্দরমহলে।
মহাপ্রলয়ের অপেক্ষায় দিন চলে যায়,
ক্রমাগত থাবা বাড়ায় অন্যায়ের দাজ্জ্বাল।
সত্যি বলতে প্রত্যেক মানুষের অন্তরে
একেকটা মহাপ্রলয় দরকার।
দরকার সত্যের প্রতি তীব্র ভালোবাসা।
তাই আমরা 'মানুষ' হই!!
আর বাঁচুক মানুষ ও মানবতা।
-----------------------------------------
 
Top