শরৎ এলো
আদিল হাসান
-------------
শরতের সাদামেঘ পাখিদের সঙ্গে,
ডানামেলে উড়ে যায় শ্বেতবক ঢঙ্গে।
চারিদিকে বর্ষার স্মৃতিমাখা হাহাকার,
মাঠজোড়া সবুজের অপরূপ কী বাহার!
শরতের পরতে অবারিত কাশফুল,
দেখে ঠিক মনেহয় বুড়িমার পাকাচুল!
পালতোলা, মনভোলা ভাটিয়ালি কারা গায়?
ফকফক সাদাবক সারিবেধে উড়ে যায়।
দোল দোল চোখ খোল, শাপলার ফুলকলি!
শরতের সন্ধ্যায় মনচায় সব ভুলি।
আয় আয় হায় হায় করে যায় বর্ষা,
শরতের ভোর তুমি খুব বেশি ফর্সা!