যৌতুক


 ছমিরন আর করিমনের
আছে একটা ভাই,
পাড়ায় পাড়ায় ‍ঘুরে বেড়ায়
কামাই রুজি নাই।
স্বপ্নে বিভোর বাবা তাদের
খুশিতে মন নাচে,
লক্ষ টাকা করবে দাবি
মেয়ের বাবার কাছে।
ঘটক সাহেব আসছে হেঁকে
ছাতা কাঁধে নিয়ে,
বললো হেসে ঐ পাড়াতে
আছে একটা মেয়ে..
ছেলে আমার করবে বিয়ে
বলছিনা কৌতুক,
কন্যার বাবার দিতেই হবে
লাখ টাকা যৌতুক।
ছেলের বাবা মেয়ের বাবা
চলছে রেষারেষি,
যৌতুক নামের দাবানলে
পুড়ছে দিবানিশি।
.
মানুষ বেচার হাটবাজারে,
বসছে আজব মেলা,
ঘুচবে কবে এই সমাজের
যৌতুক নামের খেলা।
.
৩১.০৫.২০১৬ইং
 
Top