মেঘের দেশে
শূন্যে ভাসা মেঘের দেশে দিচ্ছি আমি পাড়ি
ভেবেছিলাম নীল আকাশে হবে বিশাল বাড়ি ।
মেঘ বলেছে ও বালিকা যাচ্ছ তুমি কই !
লাভ হবেনা লাগাও যদি বিশাল বড় মই !
কষ্ট বুকে গভীর শোকে যাচ্ছে সেযে ফিরে
উদাস মনে পাতালপুরী চলছে হেটে ধীরে ।
নেই ঠিকানা চালচুলোহীন ঝরে আঁখি পানি
ভুবন তাহার শুধুই আঁধার রাজ্য ছাড়া রাণী ।
ভেবেছিলাম নীল আকাশে হবে বিশাল বাড়ি ।
মেঘ বলেছে ও বালিকা যাচ্ছ তুমি কই !
লাভ হবেনা লাগাও যদি বিশাল বড় মই !
কষ্ট বুকে গভীর শোকে যাচ্ছে সেযে ফিরে
উদাস মনে পাতালপুরী চলছে হেটে ধীরে ।
নেই ঠিকানা চালচুলোহীন ঝরে আঁখি পানি
ভুবন তাহার শুধুই আঁধার রাজ্য ছাড়া রাণী ।
২৯/০৫/২০১৬ ইং