মৃত্যু পরেই থামবে
সোহেল রানা
সোহেল রানা
দেখুন না ভাই পথে ঘাটে
নারী পুরুষ দুই-ই হাঁটে
পোষাক পরে দুই জনাতে
মিলটা আছে তাদের সাথে।
নারী পুরুষ দুই-ই হাঁটে
পোষাক পরে দুই জনাতে
মিলটা আছে তাদের সাথে।
পরছে নারী পুরুষ জামা
করলে মানা বলছে থামা
পুরুষরাতো পরতে পারে
নারীর পোষাক বারে বারে।
করলে মানা বলছে থামা
পুরুষরাতো পরতে পারে
নারীর পোষাক বারে বারে।
পুরুষ সবে ভাবছে শেষে
কোন জামানা পড়লো এসে
পর্দা ছাড়া চলছে নারী
বললে তাদের বাড়াবাড়ি।
কোন জামানা পড়লো এসে
পর্দা ছাড়া চলছে নারী
বললে তাদের বাড়াবাড়ি।
চলতি পথে ধাক্কা খেলে
পুরুষ সবে লজ্জা পেলে
হাসছে নারী মুচকি হাসি
বলছে তোমায় ভালোবাসি।
পুরুষ সবে লজ্জা পেলে
হাসছে নারী মুচকি হাসি
বলছে তোমায় ভালোবাসি।
বাসছে ভালো হরহামেশা
করছে আবার মেলামেশা
প্রেম নেশাতে পড়ছে তারা
হচ্ছে আবার দিশেহারা।
করছে আবার মেলামেশা
প্রেম নেশাতে পড়ছে তারা
হচ্ছে আবার দিশেহারা।
কেবা তাদের ঠেকায় বলো
মানব জাতির কি যে হলো
পুরুষ নারী লজ্জা ভুলে
পাপের মুকুট পরে তুলে।
মানব জাতির কি যে হলো
পুরুষ নারী লজ্জা ভুলে
পাপের মুকুট পরে তুলে।
সেই মুকুটে জ্বলে বাতি
করছে সবাই মাতামাতি
চলছে এসব ঘরে ঘরে-
থামবে বুঝি মরণ পরে।
করছে সবাই মাতামাতি
চলছে এসব ঘরে ঘরে-
থামবে বুঝি মরণ পরে।