ঘুষ খেয়ে তোর
সোহেল রানা
ঘুষ খেয়ে তোর পেটটা বেড়ে
আকাশ ছুঁতে বাকি রে
মনের সুখে বাজাস ভুঁড়ি
ভাবিস নিজে লাকি রে।
ঘুষ খেয়ে তোর ওজন বাড়াস
ভাঙে যে মাপ যন্ত্রটা
ফাইল পেলে ঘুষ নেয়ারই
শুরু করিস মন্ত্রটা।
ঘুষ খেয়ে তোর পকেট ভরে
ভরে না ক্যান আত্মাটা-
মরার পরেও ঘুষ খাবে কি
তোরই প্রেতাত্মাটা?