চম্পা কলি
আব্দুল হাকিম
পাশের গায়ের একটি মেয়ে 

চম্পা কলি নাম
পাখা মেলে হেসে খেলে
ঘুরত সাড়া গ্রাম।
.
চম্পা কলির বিয়ে হবে
খুশি বাবা মা
বিয়ের দিনে বরের কথা
বিয়ে হবে না।
.
যৌতুকের সব টাকা আজই
দিলে পরিশোধ
তবেই বিয়ে হবে চম্পার
নইলে বিয়ে রোধ।
.
চম্পা কলির গরিব পিতা
হাতে পায়ে পড়ে
তবু বরের কঠিন হৃদয়
শীতল নাহি করে।
.
স্বপ্ন ঝরে গেল কলির
ভেঙে গেল মন
তাই তো কাঁদে মুখ লুকিয়ে
মুছিয়ে সাজন।
 
Top