আসসালামু আলাইকুম, প্রিয় সাহিত্য প্রেমী লেখক লেখিকা ও পাঠক বন্ধুরা , আশাকরি আপনারা ভালো আছেন । অনেকদিন অপেক্ষার পর অপনাদের সামনে হাজির করলাম সাপ্তাহিক সাহিত্য আসর ৭৯তম পর্বের সেরা আটজন লেখক লেখিকাদের নাম সহ তাদের কবিতা। এখানে প্রথম দ্বিতীয় নির্ধারণ করা কঠিন । সবাই সবার দিক থেকে সেরা লেখা উপহার দিয়েছেন। আপনারা যে ভাবে আপনাদের সাহিত্য পরিষদকে ভালোবেসে লিখে যাচ্ছেন তা সত্যিই প্রসংশার দাবিদার ,এজন্য আপনাদেরকে আবারো আন্তরিক মোবারকবাদ।। আপনারা আপনাদের পরিষদকে অনেকদূর নিয়ে যাবেন সেই প্রত্যাশায় ,
আপনাদের ভাই,
মো. আলানূর হোসাঈন।
--------------------
----------
গরম
আব্দুল হাকিম
.
গরম গরম গরম
রোদের তাপে ঘামের চাপে
অসহ্য যে মাটির দাপে
অবস্থা টা চরম
গরম গরম গরম।
.
পানির খরা ভীষণ চড়া
ভেজে হলাম তালের বড়া
তুপ তুপে হায় নরম
গরম গরম গরম।
.
পুকুর ধারে গোসল সারে
শালিক চড়ুই পাঙ্খা নাড়ে
তৃপ্তি টা কি পরম
গরম গরম গরম।
.
দস্যি ছেলে কাঁদা জলে
গাদাগাদি করছে দলে
বৃষ্টি পেলো শরম
গরম গরম গরম।
মো. আলানূর হোসাঈন।
--------------------
----------
গরম
আব্দুল হাকিম
.
গরম গরম গরম
রোদের তাপে ঘামের চাপে
অসহ্য যে মাটির দাপে
অবস্থা টা চরম
গরম গরম গরম।
.
পানির খরা ভীষণ চড়া
ভেজে হলাম তালের বড়া
তুপ তুপে হায় নরম
গরম গরম গরম।
.
পুকুর ধারে গোসল সারে
শালিক চড়ুই পাঙ্খা নাড়ে
তৃপ্তি টা কি পরম
গরম গরম গরম।
.
দস্যি ছেলে কাঁদা জলে
গাদাগাদি করছে দলে
বৃষ্টি পেলো শরম
গরম গরম গরম।
------------------------------------------
গ্রীষ্ম দহন
গ্রীষ্ম দহন
ই স লা ম ত রি ক
"""""""""""""""""""""""""""""
ষড় ঋতুর আপন লীলায়
গ্রীষ্ম ঋতু বঙ্গে,
তপ্ত রোদের প্রখর দহন
সূর্য মামার অঙ্গে।।
:
এই বসুধার প্রাণ শোষিত
গ্রীষ্ম ঋতুর সূর্যে,
প্রকৃতিতে জ্বলছে আগুন
অর্ক তাপের তূর্যে।।
:
দিগন্তে আজ দগ্ধ তাম্র
দুঃসহ এই গ্রীষ্মে,
পশু পাখি বিপন্ন প্রায়
গ্রীষ্ম খরার ভীষ্মে।।
:
সরিৎ মরুৎ উষ্ণ সবি
গ্রীষ্ম দহন সূক্ষ্ম,
অর্ক-রবির অগ্নি শিখায়
প্রকৃতি আজ রুক্ষ।।
------------------------------------------------
"""""""""""""""""""""""""""""
ষড় ঋতুর আপন লীলায়
গ্রীষ্ম ঋতু বঙ্গে,
তপ্ত রোদের প্রখর দহন
সূর্য মামার অঙ্গে।।
:
এই বসুধার প্রাণ শোষিত
গ্রীষ্ম ঋতুর সূর্যে,
প্রকৃতিতে জ্বলছে আগুন
অর্ক তাপের তূর্যে।।
:
দিগন্তে আজ দগ্ধ তাম্র
দুঃসহ এই গ্রীষ্মে,
পশু পাখি বিপন্ন প্রায়
গ্রীষ্ম খরার ভীষ্মে।।
:
সরিৎ মরুৎ উষ্ণ সবি
গ্রীষ্ম দহন সূক্ষ্ম,
অর্ক-রবির অগ্নি শিখায়
প্রকৃতি আজ রুক্ষ।।
------------------------------------------------
নদীতীরের বালক এস.আই সানী
গ্রীষ্মের গরমে
''''''''''''''''''''''''''''''''
গ্রীষ্মের
দাবদাহে
গেছি আমি হাঁপিয়ে,
ঘাম ঝরে
দরদর
নাক মুখ ছাপিয়ে।
গ্রীষ্মের গরমে
''''''''''''''''''''''''''''''''
গ্রীষ্মের
দাবদাহে
গেছি আমি হাঁপিয়ে,
ঘাম ঝরে
দরদর
নাক মুখ ছাপিয়ে।
হাঁসফাঁস
করে জান
অবস্থা চরমে,
বেঁচে থাকা
হল দায়
গ্রীষ্মের গরমে।
করে জান
অবস্থা চরমে,
বেঁচে থাকা
হল দায়
গ্রীষ্মের গরমে।
পাখালির
কলরব
থেমে গেছে হরষে,
কড়া রোদে
উড়ে উড়ে
ক্লান্ত বড় সে।
কলরব
থেমে গেছে হরষে,
কড়া রোদে
উড়ে উড়ে
ক্লান্ত বড় সে।
-এস আই সানী
-------------------------------------------
-----গ্রীষ্মকাল
____সাজিদুর রহমান
.
গ্রীষ্ম কালে গাছের ডালে
সবুজ পাতার মেলা।
শাখায় শাখায় পাতায় পাতায়
ফুল পাখিদের খেলা।
.
যখন গরম লাগছে চরম
আমাদের এই দেশে।
শীতল করে প্রাণ যে ভরে
দক্ষিণ হাওয়া এসে।
.
নীল আকাশে তখন ভাসে
নানান রঙের ঘুড়ি।
বলছি যে তাই হয়না ও ভাই
গ্রীষ্মকালের জুড়ি।
.
যখন জমি মরুভূমি
বৃষ্টি তখন আসে।
শান্তি ফিরে মনের নীড়ে
সবাই তখন হাসে।
.
মৌ-মাছিরা আত্মহারা
ঘুরে ফুলে ফুলে।
ফসল মাঠে ধান যে কাটে
কৃষক হেলে দুলে।
____সাজিদুর রহমান
.
গ্রীষ্ম কালে গাছের ডালে
সবুজ পাতার মেলা।
শাখায় শাখায় পাতায় পাতায়
ফুল পাখিদের খেলা।
.
যখন গরম লাগছে চরম
আমাদের এই দেশে।
শীতল করে প্রাণ যে ভরে
দক্ষিণ হাওয়া এসে।
.
নীল আকাশে তখন ভাসে
নানান রঙের ঘুড়ি।
বলছি যে তাই হয়না ও ভাই
গ্রীষ্মকালের জুড়ি।
.
যখন জমি মরুভূমি
বৃষ্টি তখন আসে।
শান্তি ফিরে মনের নীড়ে
সবাই তখন হাসে।
.
মৌ-মাছিরা আত্মহারা
ঘুরে ফুলে ফুলে।
ফসল মাঠে ধান যে কাটে
কৃষক হেলে দুলে।
-----------------------------
এলো গ্রীষ্ম
আনিস আরমান
.
হাটে, মাঠে মাথা ফাটে
ফের এলো ভাই গ্রীষ্ম,
হঠাৎ করে গেছে মরে
গাঁও গেরামের দৃশ্য।
.
কী যে গরম মেজাজ চরম
অগ্নি ঝরায় সূর্য,
কোমল বদন করছে রোদন
বাজছে কিসের তূর্য?
.
মরছে ফাগুন ঝরছে আগুন
বাড়ছে সুরের দীপ্তি
দস্যি ছেলে উদক পেলে
মিটায় মনের তৃপ্তি।
.
শহর-গাঁয়ে নহর,নায়ে
চলছে গরম যুদ্ধ
রোদের তাপে দেহের ভাপে
জনজীবন রুদ্ধ।
.
সুপ্ত ধরায় তপ্ত খরায়
যাচ্ছে পুড়ে গাত্র,
রোদের চোটে মানব ছোটে
নির্ঘুম কাটে রাত্র।
----------------------------------------------------
আনিস আরমান
.
হাটে, মাঠে মাথা ফাটে
ফের এলো ভাই গ্রীষ্ম,
হঠাৎ করে গেছে মরে
গাঁও গেরামের দৃশ্য।
.
কী যে গরম মেজাজ চরম
অগ্নি ঝরায় সূর্য,
কোমল বদন করছে রোদন
বাজছে কিসের তূর্য?
.
মরছে ফাগুন ঝরছে আগুন
বাড়ছে সুরের দীপ্তি
দস্যি ছেলে উদক পেলে
মিটায় মনের তৃপ্তি।
.
শহর-গাঁয়ে নহর,নায়ে
চলছে গরম যুদ্ধ
রোদের তাপে দেহের ভাপে
জনজীবন রুদ্ধ।
.
সুপ্ত ধরায় তপ্ত খরায়
যাচ্ছে পুড়ে গাত্র,
রোদের চোটে মানব ছোটে
নির্ঘুম কাটে রাত্র।
----------------------------------------------------
Md Abdul Aziz Minyajee
বাধ্ মানেনা সূর্যটাযে /রাগ করেছে ঢের/
গ্রীষ্ম কালের আজ দুপুরে /পাচ্ছে সবাই টের /
মহিষ গরু চড়ছে মাঠে / রাখাল গাছের ছায়/
আপন দেহ দেয় এলিয়ে / ঘাসের বিছানায় /
চলছে পথিক মাথায় ছাতা / ঝরছে তবু ঘাম /
থেকে থেকে নিচ্ছে পথিক /আল্লাহ খোদার নাম /
মানুষ গরু দিচ্ছে সাঁতার / দীঘির ঘোলা জল/
সেই জলেতে খেলছে দেখো / দুষ্ট ছেলের দল /
গৃহিনীরা ঘর ছেড়েছে / ভিড়ছে পুকুর পাড়/
আম কাটে আর নিন্দে করে / ভীষণ গরমটার /
তবু গরম থামছে না যে / কি বা করার আর /
শিখছে সবাই হাতপাখাটা / করতে ব্যবহার ।
বাধ্ মানেনা সূর্যটাযে /রাগ করেছে ঢের/
গ্রীষ্ম কালের আজ দুপুরে /পাচ্ছে সবাই টের /
মহিষ গরু চড়ছে মাঠে / রাখাল গাছের ছায়/
আপন দেহ দেয় এলিয়ে / ঘাসের বিছানায় /
চলছে পথিক মাথায় ছাতা / ঝরছে তবু ঘাম /
থেকে থেকে নিচ্ছে পথিক /আল্লাহ খোদার নাম /
মানুষ গরু দিচ্ছে সাঁতার / দীঘির ঘোলা জল/
সেই জলেতে খেলছে দেখো / দুষ্ট ছেলের দল /
গৃহিনীরা ঘর ছেড়েছে / ভিড়ছে পুকুর পাড়/
আম কাটে আর নিন্দে করে / ভীষণ গরমটার /
তবু গরম থামছে না যে / কি বা করার আর /
শিখছে সবাই হাতপাখাটা / করতে ব্যবহার ।
(গ্রীষ্ম তাপে ভীষণ চাপে)
আদিল হাসান
---------------------
আদিল হাসান
---------------------
উফ কি গরম লাগছে!
গাছে গাছে আম কাঁঠাল আর
থোকায় লিচু পাকছে।
গাছে গাছে আম কাঁঠাল আর
থোকায় লিচু পাকছে।
বাড়ছে জ্বালা বাড়ছে,
হাঁটছে পথিক খাটছে শ্রমিক
ঘামছে সবাই ঘামছে।
হাঁটছে পথিক খাটছে শ্রমিক
ঘামছে সবাই ঘামছে।
গ্রীষ্মা'গুনে পুড়ছে দেহ
হাঁপছে আবার কাঁপছে কেহ,
জ্বর হলো কি মাপছে।
হাঁপছে আবার কাঁপছে কেহ,
জ্বর হলো কি মাপছে।
কেউবা তাপে ভাপছে,
মাঠ ফাটে আর বাজার-হাটে
ফাটছে টায়ার ফাটছে।
মাঠ ফাটে আর বাজার-হাটে
ফাটছে টায়ার ফাটছে।
শিশু কিশোর দলেদলে
নামছে সবাই লাফিয়ে জলে,
মাতছে খেলায় মাতছে।
নামছে সবাই লাফিয়ে জলে,
মাতছে খেলায় মাতছে।
----------------------------------------------
গরম
>কবিতা মাহবুবা< ...
সূর্যি মামা রাগ করেছে
দিচ্ছে অনেক তাপ,
পাপী তাপী আমরা সবাই
গরম
>কবিতা মাহবুবা< ...
সূর্যি মামা রাগ করেছে
দিচ্ছে অনেক তাপ,
পাপী তাপী আমরা সবাই
করবে না তাই মাফ।
এত জ্বালা দিস না মোরে
এত জ্বালা দিস না মোরে
ওরে সূর্যি মামা,
তোর জ্বরে যে পুড়ছি আমি
হচ্ছি তামা তামা।
আর কতদিন দিবি এমন
আর কতদিন দিবি এমন
ঝলসানো এই গরম,
তোর কারণে খুলছি জামা
তোর কারণে খুলছি জামা
ভুলছি লজ্জা শরম।
ও মামা তুই কমাস যদি
ও মামা তুই কমাস যদি
তোর বড়াই আর দাপ,
শান্তির পায়রা মেলবে ডানা
কমবে তাপের ছাপ।