----সাপ্তাহিক সাহিত্য আসর ও প্রতিযোগিতা- পর্ব- ৮৬----
তরুণ প্রজন্মের সাহিত্য সামাজিক প্লাটফর্ম ‘’বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ’’ এর আয়োজনে সাপ্তাহিক সাহিত্য আসর ও প্রতিযোগিতায় ১২/০৬/২০১৬ ইং রবিবার থেকে সোমবার ১৩/০৬/২০১৬ রাত ১১টা পর্যন্ত স্বরচিত ছড়া কবিতা পাঠানো যাবে।
‪#‎নিয়মঃ‬
১. নির্ধারিত বিষয়ঃ "আল কুরআন''।
২/ একজন একটির বেশি লেখা দিতে পারবে না।
৩/ লেখা হবে সর্বোচ্চ ২৪ লাইনের মধ্যে।
৪/ ছদ্ম নাম বা একাধিক আইডি থেকে লেখা পাঠনো যাবে না।
৫/ লেখা গ্রুপের ঘোষণাকৃত পোষ্টের কমেন্টে দিতে হবে।
৬/ প্রতি সপ্তাহে সেরা ১০ জন ঘোষণাসহ মাসের সেরা ৫ জনকে পুরস্কৃত করা হবে।
৭/ গ্রুপে বিজয়ীদের নাম ও লেখা সহ তাদের ছবি প্রকাশ করা হবে।
#ঘোষণাকৃত পোষ্ট লিংক https://www.facebook.com/groups/576452705807618/permalink/971230312996520/


 
Top