প্রবাসী বন্ধু কবি শিল্পী আনোয়ার শাহদাত জুয়েল ফকিরকে( একটি স্বপ্ন ) উৎসর্গ করে "অশ্রু ঝরে"
এই লেখা গানটি আমার সেরা লেখা । জানি না কার কেমন লাগবে । মাঝে মাঝে সুর করি তাই আজ আপনাদের মাঝে আবার শেয়ার করলাম । পারলে আপনারাও সুরে সুরে -------.....=
আজ বড় সুখে শিক্ত হৃদয়,
অশ্রু ঝরে মনে।
নোয়ানো সেই হৃদয় পল্লব,
জেগে ওঠে সেই ক্ষণে।।
আমার বদন উঠল হেসে,
চেয়ে তার মুখ পানে।।ঐ
রঙ্গিন স্বপ্নের জাল বুনেছি,
প্রেরণা দিয়েছ তুমি।
শাহদাত হে জুয়েল ফকির,
তোমাকে পেয়েছি আমি।।
হয় যেন হয় তোমার বিজয়,
কলম -কণ্ঠ - গানে।।ঐ
দাওনা তোমার হৃদয় হস্তে,
একটু চেয়ে দেখি।
তবে কেন এত নির্মল
জুড়াতে চায় আঁখি।।
জুয়েল ফকির কেন তুমি,
জড়ালে মোর সনে।।ঐ
এমন করে ভাবিনি কভু,
তোমাকে দেখার আগে।
লক্ষ হৃদয় ছুঁয়ে দেখার ,
স্বপ্ন বুকে জাগে।।
ফলবে কি সেই হৃদয় বাসনা,
আমার কুশম বাগে।ঐ
কিহবে মোর দিন রজনী,
হৃদয় মরু চর।
রয়না যদি বন্ধু আমার,
হয়ে যায় সব পর।
আলানূর আজ ডাকে শুধু,
কাঙ্গালী তার মনে।।ঐ