সৃষ্টিকুলের সেরা
সোহেল রানা
সোহেল রানা
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মোরা
রবের মহিমাতে
সম্মানীত হয়ে সবাই
এলাম দুনিয়াতে।
রবের মহিমাতে
সম্মানীত হয়ে সবাই
এলাম দুনিয়াতে।
পেলাম নবী পেলাম রাসূল
পেলাম রবের বাণী
সঠিক পথে থাকতে পেলাম
কিতাব আসমানী।
পেলাম রবের বাণী
সঠিক পথে থাকতে পেলাম
কিতাব আসমানী।
সুখের জন্য পেলাম সবই
যখন যেসব চাই
পরম সুখে থাকার জন্য
আছে বেহেস্ত তাই।
যখন যেসব চাই
পরম সুখে থাকার জন্য
আছে বেহেস্ত তাই।
প্রতি কাজের জন্য হিসাব
হবে যে চুলচেরা
এই পৃথিবীর মানুষ মোরা
সৃষ্টিকুলের সেরা।
হবে যে চুলচেরা
এই পৃথিবীর মানুষ মোরা
সৃষ্টিকুলের সেরা।
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মোরা
রবের মহিমাতে
সম্মানীত হয়ে সবাই
এলাম দুনিয়াতে।
রবের মহিমাতে
সম্মানীত হয়ে সবাই
এলাম দুনিয়াতে।
পেলাম নবী পেলাম রাসূল
পেলাম রবের বাণী
সঠিক পথে থাকতে পেলাম
কিতাব আসমানী।
পেলাম রবের বাণী
সঠিক পথে থাকতে পেলাম
কিতাব আসমানী।
সুখের জন্য পেলাম সবই
যখন যেসব চাই
পরম সুখে থাকার জন্য
আছে বেহেস্ত তাই।
যখন যেসব চাই
পরম সুখে থাকার জন্য
আছে বেহেস্ত তাই।
প্রতি কাজের জন্য হিসাব
হবে যে চুলচেরা
এই পৃথিবীর মানুষ মোরা
সৃষ্টিকুলের সেরা।
হবে যে চুলচেরা
এই পৃথিবীর মানুষ মোরা
সৃষ্টিকুলের সেরা।