সাহিত্য পরিষদ

পর্ব - ১০০

 কলম সৈনিক 


শততম পর্বে উন্নিত আজ ,
ক্ষুদে কলম সৈনিক দল ।
প্রজন্ম পরিষদ মঞ্চ তাদের ,
ঈমানী দৃঢ়তাই আসল বল ।।

সামাজিক ব্যাধি করতে দূর ,
চলমান সে কলম বিরামহীন ।
ন্যায় প্রতিষ্ঠায় অকুতোভয় সেনা ,
প্রচেষ্টা অব্যহত রয় ক্লান্তিহীন ।।

নিত্যদিনের যুদ্ধ তাদের ,
সমাজকে দিতে সত্যের আলো ।
অন্যায়-অনাচার, জুলুম তাড়িয়ে ,
গড়তে সমাজ সার্বিক ভালো ।।

আসুক যতই ঝড়-তুফান ,
সামনে পড়ুক বাধার পাহাড় ।
থামবেনা সে কলম সেনা ,
অটুট এ অঙ্গিকার প্রজন্মের ।।

ন্যায়ের পথে যুদ্ধ করার ,
এমন মঞ্চ পেয়ে উপহার ।
চিরজীবি হোক প্রজন্ম পরিষদ ,
আল্লাহ্’র কাছে শোকর-গুজার ।।

“ আজম খান “
১৯/০৯/২০১৬ ইং
 
Top