অটুট থাকুক এ বন্ধন
- মুজাহিদুল ইসলাম স্বাধীন.
মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো, সে তার সমমনা খোঁজ করে। এমন একটা পরিবেশে সে নিজেকে রাখতে চায় যেখানকার অধিকাংশ মানুষই তার মত। এজন্যই দেখা যায়, একটা ভালো ছাত্র কোনো নতুন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর এমন ছাত্রদের খুঁজে নেয় যারা লেখাপড়ায় ভালো। কম মনোযোগীরাও তাদের মত ছাত্রদেরই খুঁজে নেয়, বন্ধু বানায়। এই নীতিটি সিংহভাগ মানুষের ক্ষেত্রেই মিলবে। তবে ব্যতিক্রম থাকতে পারে।
।
ঠিক তেমনি করেই, লেখালেখিতে আগ্রহী হওয়ার কারণে আমিও এমন কিছু মানুষ খুঁজতাম যারা লেখালেখি করে বা লেখালেখিকে পছন্দ করে; এমন আইডি, গ্রুপ বা পেজ খুঁজতাম যে বা যারা সাহিত্যের জন্য কাজ করে। আর হঠাৎ ককরেই একদিন চোখে পড়ে "কবিতা ও কলম যুদ্ধের ময়দানে" নামক একটি সাহিত্য গ্রুপ। জয়েন করলাম গ্রুপে। লিখতে থাকলাম। গ্রুপের সদস্যদের আন্তরিকতায় মুগ্ধ হতে থাকি। এখানেই পরিচয় হয় প্রিয়ভাই আলানূর হোসাঈন এর সাথে। তার সাথে ইনবক্সে আলাপের একপর্যায়ে জানতে পারলাম তার প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ[BPSP] এর ব্যাপারে। এর কার্যক্রম সম্পর্কে মোটামুটিরকম জানার পরই আলানূর ভাইয়ার কাছে আগ্রহ প্রকাশ করি "বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ" এর সদস্য হওয়ার জন্য। এরপর একটি ফরম পূরণের মাধ্যমে সদস্য হই। এরপরই আমার মনে হলো এই বুঝি আমি আমার কাঙ্ক্ষিত পরিবেশের সন্ধান পেলাম।
।
এরপর বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে জয়েন করেছি। অনেকের সাথে পরিচিত হয়েছি। কিন্তু "বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ" আর এর সদস্যদের কাছ থেকে যতটা আন্তরিকতা আর ভালোবাসা পেয়েছি অন্য কোথা থেকে তা পেয়েছি বলে মনে হচ্ছে না। তাই ভার্চুয়াল লাইফে সবচেয়ে বেশি আন্তরিকতা আর ভালোবাসা প্রিয় এই গ্রুপ আর এর সদস্যদের জন্যই।
চিরদিন অটুট থাকুক আন্তরিকতা আর ভালোবাসার এই বন্ধন।