পর্ব--১০০
হুমায়ূন ফরিদী
গুরু---করিতেছি শুরু!

অনেক স্বপ্ন নিয়ে যখন
পরিষদ টা গড়েন,
প্রিতী-নিতী নিয়ে সবাই
ছড়া কবিতা লিখেন।

স্বপ্ন ভরা আশা নিয়ে
করেছিলেন যারা শুরু,
অনেকটা`ই আজ হয়েছে পূরণ
স্যালুট তোমাদেরে গুরু।

পারবে তোমরা পারবে সব`ই
এগিয়ে যান অনেক দুর,
ধন্য মায়ের পূণ্য সন্তান
রাহনুমা/আলানুর।
 
Top