ছোট বিবি
শ্রীহিন হিমাংসু
হুইলে বসে হঠাৎ, চোখ যায় জানালার ওপাশ,
বাম বুকটা সহসা কেপে ওঠে,শব্দটা বয় ধপাস!!
আহ!বলেই হেলিয়ে পড়ে শুভ্র ট্রাইলসের ফ্লোরে...
কেউ নেই?বড় সাহেবকে এসে তুলবে দৌড়ে!!
হিহিহি হাসি শুনা যায় ছোট বিবি যেন...
না হেসে অ ছোট বিবি গো,তুলছো না আমায় কেন?
"না তুলব না,তুমি যে বড্ড পচা,
তোমার জন্য বেশীদিন আমার হলো না বাচা।
হঠাৎ ঘোর কেটে যায়,বড় সাহেব উবু হয়ে উঠছেন একাই,
পিছন থেকে তখন,দেখে দৌড়ে আসে নিমাই!
কি হয়েছে!কি হয়েছে! বাবু মশাই আপনার,
কিছুনা আহ!কিছুনা!!ছোট বিবি এসেছে আজ আমার!!!
রক্ত যে ঝরছে বাবু মশাই আগে বসেন ধূয়ে দেই,
মা! অ মা... দেখেন বাবু মশাইয়ের শইলে রক্ত যে আর নাই!
ওমা কি হয়েছে বাবা!!কিভাবে কাটলো কপাল!
বউ মা.. শুনো! আজ আমার ছোট বিবি এসেছে এই তো,এই সকাল!!
বউমা শব্দহীন,নয়নে যেন বইছে সমুদ্রের ঢেউ,
কেদনা বউমা, আমার যাতনা তোমরা নিওনা কেউ!
নিঃশব্দে চলে যায় বউমা, নিয়ে নয়নের ঢল,
হু হু করে কেঁদে ওঠেন বড় সাহেব,যদিও নেই কাদার বল।
নির্বাক নিতাই কি করবে,বোকার মত দারিয়ে,
এই ছোট বিবিটাকে, কোথাই বা গেল হাড়িয়ে?
গতপাচ বছরে কত প্রশ্ন করেছে সে বাবু ও মাকে...
মা শুধু কাদে, তবে বাবু যায় থমকে!!
মৃদু হেটে বড় সাহেব গেলেন তার কক্ষে,
একটু বসেই পড়েন শুয়ে,ঝাপসা দেখছেন চুক্ষে!
আধো ঘুমে, আধো জেগে, কে জানি তারে ডাকে?
"বড় সাহেব" ঘুমিয়ে তুমি? ভুলে গেলে আমাকে??
হঠাৎ লাফ দিয়ে ওঠেন তিনি,না না ছোট বিবি ভুলিনি তোমায়,
বল ওরে ছোট বিবি ক্ষমা কি করেছো আমায়?
ওহ! কই ছোট বিবি আবারো আমার ঘোর,
ওরে ছোট বিবি নাই কি তোর রাত্রি সকাল,এমনকি এই আলোকিত ভোর!!
হিহিহি আমার কি আছে বল চাদ সূর্য?
রাত্রি দিন সমান যে তাই তো নেই মোর ধৈর্য!!
আরে.. আমার ছোট বিবি কত্ত বড় হয়েছে রে...
এত্ত সুন্দর কথা শিখলা কিভাবে ও ছোট্র বিবিরে..!
বড় সাহেব!!!বলবা না কথা এই দিলাম আড়ি,,,
বল?বল?? কিনেছো কি আমার পুতুল বউয়ের শাড়ি?
ওহ.... তাই??? হ্যা গো ছোট বিবি এনেছি তুমি আসো ফিরে,
তুমিহীন কত শুন্য আমি...বুজনা কি তুমি ওরে...!!?
বড় সাহেব সেদিনের কথা মনে আছে কি তোমার??
যেদিন ছিল শেষ খেলা তব সনে আমার!!
হুম!হু.. ম!!মনে আছে গো ছোট বিবি,
জানি সেই থেকে আজ অব্দি, খেপে আছো খুবি!
সহসাই ভেসে ওঠে সেদিনের ছবি,
ছাদে বসে বড় সাহেব,সাথে ছোট বিবি!
খেলছিলেন দুজন পুতুল খেলা,ছিল গায়ে হলুদ,
"দাদু তুমি কেন বসে বরকে করাও গোসল ছাদে কত্ত রোদ!!
আহারে বর টা ঘেমে একাকার,,,
দেখোনা দাদু আমার কনেকে সাজিয়েছি চমৎকার।
ধুত!!তোমার গা থেকেই তো গন্ধ আসছে দাদু,,
এই দাদু ওম্মা দিলে কেন,আড়ি!! কনেকে আর সাজাব না বধু!
আচ্ছা সরি ছোট বিবি,আর করব না ভুল,
বর কনে সাজিয়ে পড়িয়ে দাও কবুল।
না না, দাদু আজ যে নয় বিয়ে আজ শুধু হলুদ,
আবার ওম্মা দিলে কেন, এক্ষুনি মিসওয়াক করো,করছি অনুরোধ!
তোমার মুখে কি গন্ধ জানো দাদু তুমি??
মিসওয়াক না করলে,কথা বলব না কিন্তু আমি!!
করেছি ছোট বিবি ফজর ওয়াক্তে, দাদুর এটা অসুখ,
যাও ছোট বিবি আর বলব না কথা, করলাম বন্ধ মুখ!!
এই তুমি আমায় ছোট বিবি ডাক কেন,আমি তোমায় বড় সাহেব ডাকব,
হ্যা রে... বিবি আমার ছোট্র বিবি, আমি যে খুশিতে নাচব।
বড় সাহেব ছোট বিবিকে বলেন কোলে নিয়ে,
কালকে পুতুলের সাথে আমাদের ও হবে বিয়ে!!
খেয়াল নেই বড় সাহেবের ছাদের কিনারে তিনি দারিয়ে,
ছোট বিবিকে ছূড়ে উপরে,বৃথা আছেন হাত বাড়িয়ে।
ততক্ষনে ছোট বিবি নিচে পরে থেতলিয়ে গেছে,
সেই থেকেই বড় সাহেব মরেও যেন আছেন বেচেঁ।
এদিক সেদিক,রাত দিন যখন তখন.....
ছোট বিবি, ছোট বিবি করেই চিৎকার করেন সারাক্ষণ!!!
 
Top