গাঁ-প্রেম
আব্দুল হাকিম
.
তোমার সাথে আমার সাথে ভাব হলনা আজো
লাভ কি বলো যতই তুমি রূপের রাণী সাজো
তোমায় ফেলে দূরদেশে যে একলা বসে থাকি
হৃদয় মাঝে কল্পনাতে তোমার ছবিই আঁকি।
রোজদুপুরে গা ভিজাতাম তোমার নদীর জলে
মনযমুনা এখন কাঁদে আর পারি না বলে।
দস্যিপনায় উঠত জেগে ঘুমিয়ে থাকা পাড়া
বনে-বনে ঘুরে আমি রোজই হতাম সারা ।
এগাছ থেকে ওগাছ বেয়ে পাখির ছানা ধরা
ঘুঘু-টিয়ে পেলে হঠাত লোহার খাঁচায় ভরা।
রোজসকালে পা বাড়াতাম শিশিরভেজা ঘাসে
দেখতে যেতাম কোন ডোবাটায় টাকি-পুঁটি ভাসে।
এই বিরহে খুবই কাতর আর লাগে না ভালো
যতই তুমি জোনাক দিয়ে সন্ধ্যাপ্রদীপ জ্বালো।
সবুজধোয়া শাড়ির আঁচল মুড়িয়ে তুমি থাকো
বুকের মাঝে মেঘের ভেলায় দুঃখ পুষে রাখো।
ব্যথায় তোমার বৃষ্টি ঝরে ডাকলে হঠাৎ দেয়া
ভিজিয়ে দাও উষ্ণ করা গাছের কদম-কেয়া।
এসব কথা মনে হলে চোখে আসে জলও
আর কতদিন রাখবে দূরে আমায় তুমি বলো।
তুমি আমায় ঘৃণাই করো একলা ভালোবাসি
তাইতো আমি বারেবারে তোমার নীড়ে আসি।