-------------------------------------------------
'স্মৃতিকথা'
মো. খালেদ সাইফুল্লাহ্ রহমান
-
আমার যে দিনগুলি স্মৃতিঘেরা,
ঐ দিনগুলি আনন্দ আর বেদনাভরা,
আমার যে স্মৃতি ছিল অতীত জীবনে,
আজও দেখি মনের কোণে,
এখনও ভাসে দুনয়নে।
-
আমার স্মৃতি মধুমাখা,
প্রাইমারি আর সেকেন্ডারি শাখা,
আর যে হল কলেজ শাখা,
এভাবে চলছে জীবন চাকা,
এভাবে ঘুরছে স্মৃতির পাখা।
-
আমার হারানো দিন স্মৃতিগাঁথা,
শেষ হবে না বর্ণকথা,
স্মৃতি মানে যে মনোদগ্ধ,
আবার স্মৃতিই আনন্দ,
তারপরও স্মৃতিতে খুঁজে পাই হারানো গন্ধ।
-
(০১/০২/২০১৩ইং )
-
[ছবিতে সেই ছোট্টবেলার আমি।]