পরাজিত সৈনিক

পরাজিত সৈনিক

জায়িদ হাসান জোহা


আমি জীবনের কাছে গিয়েছি হেরে।
আমার বন্ধু, বান্ধব
আপনজন সব
গেছে আমাকে ছেড়ে।
জীবন যুদ্ধে আমি হয়েছি পরাজিত।
তবু হইনিকো আমি ভীত,
আগামীর দিকে আজ
এগিয়ে যাচ্ছি তেড়ে।
আমি কি দেইনি এ ধরাকে
আমার শৈশব কৈশোর যৌবন,
তবে ধরা কেন চায় না আমাকে
আমার বার্ধক্য কি নিষ্প্রয়োজন?
আমি বসুধা কে দিয়েছি
আমার সম্মান মর্যাদা সব,
কিন্তু কি পেয়েছি?
শুধু অপমান আর ধিক্কারের কলরব।
কোথায়? কোথায় আমার এত আত্মত্যাগের প্রতিদান?
সবখানে ছিল শুধু আমার কীর্তি বিরাজমান।
আমি আমার সব দিয়েছি এই পৃথিবীকে,
শেষ করে দিয়েছি নিজেকে,
তাই ভাবছি বসে আজকে।
আমি গর্ব করে বলতে পারি 
পৃথিবী আমার দামে কেনা,
আমি পৃথিবীর,পৃথিবী আমার চিরচেনা।
আমার কাধে পা রেখে
উপরে উঠেছে পৃথিবী,
আমি অকাতরে সহ্য করেছি সবি।
তবু মনে আছে একটুখানি
শুধু পরাজয়ের গ্লানি।
আমি করেছি ক্ষমতার যুদ্ধে জয়,
কিন্তু মেনে নিয়েছি জীবনের কাছে পরাজয়।
আমার একটাই আফসোস ঘিরে রেখেছে চারিদিক,
আমি জীবন যুদ্ধে এক পরাজিত সৈনিক।
*******সমাপ্ত********
 
Top