হারিয়ে গেছে সব
আনিস আরমান
.
হারিয়ে গেছে সব!
মনের কোণে জমে থাকা রঙিন অনুভব।
.
গাঁও-গেরামের আঁকাবাঁকা মেঠোপথ আর নেই
ফুল হাতে সব ললনারা হারিয়েছে খেই।
সাঁঝের বেলা পুকুরঘাটে আলতা রাঙা পায়
কলসি কাঁখে পল্লী বধূ আর কি দেখা যায়?
চোখ জুড়ানো সবুজ শ্যামল ফসল ভরা মাঠ
পূর্বপাড়ার বটতলাতে সেই সে বুড়ির হাট।
ভোর না হতেই কিচিরমিচির পাখির কলরব।
হারিয়ে গেছে সব।
.
নকশি কাঁথায় নববধূর নিপুণ হাতের ফুল
শিউলি, জবার গাঁথা মালার তারই কানের দুল।
সারি সারি নৌকাগুলোর হরেক রকম পাল
আর দেখি না নদীর বুকে জেলে ভাইয়ের জাল।
আউল-বাউল লালনগীতি একতারারই সুর
হারিয়ে গেছে কালের টানে অনেক অনেক দূর।
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তাল আর নদীর কলরব।
হারিয়ে গেছে সব।
.
তরুলতার ছায়ায় বসে রাখাল ছেলের গান
আকাশমনির চিকন শাখে নেইতো কুহুতান।
লাঙল-জোয়াল নিয়ে চাষির চাষ করা সেই বিল
নীল আকাশে ডানা মেলে নানান জাতের চিল।
বৃষ্টিজলে দুষ্ট দলের খেলাধূলার সাজ
হারিয়ে গেছে মায়ার বাঁধন, ভালবাসা, লাজ।
সাত সকালে খোকাখুকুর কোরান পড়ার রব
হারিয়ে গেছে সব।