রোজ কিয়ামতে
আব্দুল্লাহ আল মামুন
বন্ধ হবে জবান তোমার
সাক্ষী দিবে হস্তপদ,
কোথায় তুমি কি করেছো
ভাল নাকি ছিলে বদ?
ইভটিজিংয়ের জন্যে তুমি
খেটেছো নাকি জেল?
আধাঁর রাতে কোন সে গাছে
করেছো চুরি বেল।
কোন পুকুরে মাছ মেরেছো
খেয়েছো কত ঘুষ?
ডাকাতি করে পরেছো ধরা
হয়নি তোমার হুশ।
করেছো কাকে হেয় অপমান
দাওনি ক্ষুধায় অন্ন,
দুর্নীতিতে ছেয়েছো স্বদেশ
ভেজাল করেছো পন্য।
সকল কিছুই দেখবে সেদিন
করবে কেঁদে স্বীকার,
বন্ধু, স্বজন থাকবেনা কেউ
জীবন হবে বেকার।
১৪/০৮/১৬ইং