আসসালামু আলাইকুম , প্রিয় বন্ধুরা, ফিরে এলাম ফলাফল নিয়ে । সাপ্তাহিক সাহিত্য আসর ৯৩তম পর্বের ফলাফল । গত পর্ব ছিল যেকোনো বিষয়ের উপরে ছড়া । অনেকেই ছড়ার বদলে কবিতা দিয়েছেন ফলে তাদের লেখা বিচারের আওতায় আসেনি । আপনাদের সকলের লেখাই মুটামুটি ভালো হয়েছে । আরো ভালো আশা করেছিলাম । আগামী পর্বে শুধু কবিতা । এখন থেকে ইনশা আল্লাহ আরো সুন্দর ভাবে গ্রুপকে সাজানো হবে । আপনারা সুন্দর সুন্দর লেখা উপহার দিন । বিজযী তিনজনসহ অংশগ্রহণকারী সকলের জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন।
নিচে বিজয়ীদের নামসহ তাদের লেখা ছড়া দেয়া হলো
-
১.
তাদের মুখে ফুটাই হাসি
Mahbub A Rahman
.
সবুজ-শ্যামল দেশটা আমার বানে কেমন ভাসছে রে
পানিবন্দি মানুষগুলো কেমন দেখো ফাঁসছে রে।
পত্রিকা আর টিভিস্কিনে দেখছি ওদের খবরটা
ওদের কারো মৃত্যু হলেও হচ্ছে না রে কবরটা।
পুরুষ-নারী সবকে কেবল আটকিয়েছে বন্যা রে
কৃষক, শ্রমিক, চাকরিজীবী সবাই অকর্মণ্যা রে।
খাবার কিছু পাচ্ছে না তো ঠিক মতো না ভাতও রে
ভাবছো একটু? যাচ্ছে কেমন ওঁদের দিন আর রাতও রে।
তাদের মুখে ফুটাই হাসি কারণ তারা বঞ্চিত
ওসব দিয়ে দাঁড়াই পাশে যার যা আছে সঞ্চিত।
.
২.
এলোমেলো সুখগুলো
Monirullah Raiyan
.
রাত পোহালো সকাল হলো
এলো নতুনদিন,
নতুনঢঙে পৃথিবীটা
আলোতে রঙিন।
.
পাখির কণ্ঠে গান জেগেছে
ভিন্নসুর ও তান,
চাম্পা-বেলি ছড়ায় আরো
মাতাল করা ঘ্রাণ।
.
আলতো ছোঁয়ার পরশ বুলায়
ভোরের সমিরণ,
স্বপ্নগুলো ছন্দ জাগায়
নন্দিত হয় মন।
.
রোদ ঝলমল নতুনদিনে
স্বপ্ন মেলুক ডানা,
এলোমেলো সুখগুলোতে
দুঃখ না দিক হানা।
.
৩.
স্বপ্ন
সাজিদুর রহমান
.
চাঁদনিরাতে তোমার হাতে
একটি গোলাপ ফুল ছিল।
তখন তোমার চুলের খোঁপায়
রক্তজবা দুলছিল।
.
ভালবাসি বলতে তুমি
গভীররাতে আসছিলে।
আমার দেখা পেয়ে তুমি
মিষ্টি করে হাসছিলে।
.
আমার হাতে হাতটি রেখে
ভালোবাসি বলছিলে।
আমার মনে স্বপ্নছবি
এঁকেই তুমি চলছিলে।
.
হঠাৎ তুমি উধাও হলে
আমি তোমায় খুঁজছিলাম।
স্বপ্নে এসে দিলে দেখা
তখন আমি বুঝছিলাম।
.
এমন তুমি আর করোনা
কাছে এসো পণ করে।
ভালোবাস আমায় তুমি
----------------------