প্রতিক্ষা
মো. আমির হামজা
~~~~~~~~~~~~~~~~~~~আমি সৈনিক,
পাড়িদেই আমি দুর্গম পথ
দর্জয় আমি নির্ভিক।
,
মৃত্যুকে আমি হত্যা করেছি
নরকে বেধেছি বাঁসা,
মানবতা কেন মাটিতে লুটায়
এ আমার জিজ্ঞাসা।
,
যুগে যুগে তাজা রক্ত ঢেলে
এ মাটি করেছি চাষ,
এখন দেখি পথে প্রন্তরে
শকুনের উল্লাস।
,
ধ্বংসের এক মহা তাণ্ডবে
মেতেছে ভগবান,
কে আছ বীর হও আগওয়ান
দিতে হবে বলিদান।
,
এসো গোলামির জিঞ্জির ছিড়ি
ভেঙ্গেফেলি রুদ্ধ দ্বার,
কানপেতে শোন রণ ভেরিবাজে
নেই কোন অবসর।
,
ধ্বংস স্তুপে রত্ন খুঁজি
পাথরে খুঁজি প্রাণ,
জনতার কন্ঠে বেজে উঠুক আজ
দিগ্বীজয়ী গান।
,
ঝড়, ঝঞ্ঝ্বা, অগ্নি, বর্ষা
জীবনের সাথে গাঁথা,
মৃত্যুর সাথে লড়তে শিখেছি
নোয়াতে জানি'না মাথা।
,
মরণ আমাকে ছুঁতে আসবে'না
জেনেগেছে ইতিহাস,
নরকে আমার জন্ম হয়েছে
নরকেই বসবাস।
,
জেগে আছি আমি পৃথিবীর বুকে
অনন্ত কাল ধরে,
কখন্ পোহাবে তিমির রজনী
সুর্য উঠিবে ভোরে।
~~~~~~সমাপ্ত~~~~~~~~