মহাকালের যাত্রি
মো. ইউসুফ
এই পৃথিবীর পথেপথে চলছি হেঁটে যুগ পেরিয়ে যুগান্তরে
ঘুরছি কতনা অলিগলি পথ কতনা নতুন প্রান্তরে
দেখছি কতনা উথান -পতন শুনছি কতনা রণের ডঙ্কা
দেখছি কতনা প্রতাপশালির চোখে - মুখে ভয় আর শঙ্কা
দেখছি কতনা আধুনিক শহর রাতারাতি হতে ধ্বংসস্তূপ
দেখছি মরুর বুকে খনন করতে সুপেয় পানির কূপ
দেখছি কতনা লোকালয় ভেঙ্গে হতে সাগর নদী
সাগর - নদীর বুকের উপর জাগতে চর নিরবধি
দেখছি কতনা ভাঙ্গার খেলা দেখছি গড়ার কাজ
দেখছি কতনা সাদাকালোতে রঙিন কারুকাজ
দেখছি কতনা আদমের সন্তান চলেযেতে সব ছাড়ি
একবার গেলে ফেরেনাযে আর মহাকালের মহাআড়ি
ঘুরতে ঘুরতে ক্লান্তপ্রায় আজি এই পড়ন্ত বিকেলে
কালো গোঁফ দাড়ি শুভ্র হয়েছে নাসিকা পড়ছে হেলে
এখনো আমি চলছি হেটে উল্টো পথের বাঁকে
নিঃশ্বাস -প্রশ্বাসে মৃত্যু প্রতিক্ষণে হাত বাড়িয়ে ডাকে
দেখলাম কত শুনলাম শত না বুঝলাম ভরট - খাটি
আলেয়ার আলো ধরবার তরে করলাম কত ছোটাছোটি
পাপের খাতা পূর্ণ করলাম পুণ্যের খাতা রাখলাম খালি
চলছি আজও টেনেটেনে পদোদ্বয় বৃথাই খালিখালি
চলছি হেটে পথে - ঘাটে মাঠে কতনা দিবস - রাতি
চলছি হেটে জন্ম জন্মান্তরে মহাকালের এক যাত্রি।
ঘুরছি কতনা অলিগলি পথ কতনা নতুন প্রান্তরে
দেখছি কতনা উথান -পতন শুনছি কতনা রণের ডঙ্কা
দেখছি কতনা প্রতাপশালির চোখে - মুখে ভয় আর শঙ্কা
দেখছি কতনা আধুনিক শহর রাতারাতি হতে ধ্বংসস্তূপ
দেখছি মরুর বুকে খনন করতে সুপেয় পানির কূপ
দেখছি কতনা লোকালয় ভেঙ্গে হতে সাগর নদী
সাগর - নদীর বুকের উপর জাগতে চর নিরবধি
দেখছি কতনা ভাঙ্গার খেলা দেখছি গড়ার কাজ
দেখছি কতনা সাদাকালোতে রঙিন কারুকাজ
দেখছি কতনা আদমের সন্তান চলেযেতে সব ছাড়ি
একবার গেলে ফেরেনাযে আর মহাকালের মহাআড়ি
ঘুরতে ঘুরতে ক্লান্তপ্রায় আজি এই পড়ন্ত বিকেলে
কালো গোঁফ দাড়ি শুভ্র হয়েছে নাসিকা পড়ছে হেলে
এখনো আমি চলছি হেটে উল্টো পথের বাঁকে
নিঃশ্বাস -প্রশ্বাসে মৃত্যু প্রতিক্ষণে হাত বাড়িয়ে ডাকে
দেখলাম কত শুনলাম শত না বুঝলাম ভরট - খাটি
আলেয়ার আলো ধরবার তরে করলাম কত ছোটাছোটি
পাপের খাতা পূর্ণ করলাম পুণ্যের খাতা রাখলাম খালি
চলছি আজও টেনেটেনে পদোদ্বয় বৃথাই খালিখালি
চলছি হেটে পথে - ঘাটে মাঠে কতনা দিবস - রাতি
চলছি হেটে জন্ম জন্মান্তরে মহাকালের এক যাত্রি।