’২১শে বইমেলা২০১৭’
কাব্য সংকলনের জন্য
কবিতা আহ্বান !!!!
______________________
প্রিয় নবীন প্রবীণ কবি ভাই বোন বন্ধুরা,
গত ২১শে বইমেলা২০১৫,২০১৬ এর ন্যয় এবারও বাংলাদেশ
প্রজন্ম সাহিত্য পরিষদ আপনাদের সহযোগিতায় কাব্য সংকলণ প্রকাশের
উদ্দ্যোগ নিয়েছে।।
তাই আর কোনও দেরী
না করে আজ থেকে আপনাদের সেরা দুটি কবিতাটি পাঠিয়ে দিন ইনবক্সে।
.
কবিতা ২৪ লাইনের
বেশি গ্রহণযোগ্য হবে
না।
লেখা হতে হবে
ধর্মীয় ও রাজনৈতিক
বিতর্ক বহির্ভুত। নারী প্রেমের কবিতা চলবে না।
পদ্য কবিতায় অবশ্যই অন্ত্যমিল, মাত্রামিল ঠিক থাকতে হবে।
নির্ভুল বানান হতে হবে।
প্রথমে কবিতার শিরোনাম, তারপর লেখকের নাম, এরপর কবিতা এবং শেষে নাম ঠিকানা মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে।
লেখা জমা দেয়ার শেষ তারিখ ২৫\১১\২০১৬ইংরেজী ।
নির্বাচকমণ্ডলী কর্তৃক কবিতা বাছাইয়ের পর প্রত্যেককে ম্যাসেজে জানানো হবে এবং বাছাইকৃত তালিকা প্রকাশ করে নির্ধারিত ফি জানিয়ে দেয়া হবে।।
পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলের অংশ্রগ্রহণ বাধ্যতামূলক।
...
সম্পাদনায় থাকবেন ৫জন তরুণ লেখক
১। আলানূর হোসাঈন।
২। ইসলাম তরিক।
৩। জয়নব জোনাকি।
৪। আব্দুল হাকিম।
৫। আদিল হাসান।
-----------------------
প্রকাশিত হবে
নূর গ্রন্থপ্রকাশ থেকে
-----------------------
প্রিয় বন্ধুরা, আপনাদের লেখাটি ট্যাগ করে একটু কষ্ট দিচ্ছি যদিও ট্যাগ পছন্দ করি না।আপনারা অনুগ্রহ করে আপনাদের ওয়ালে শো করে আপনাদের লেখক বন্ধুদের জানাতে সাহায্য বরবেন। যত দ্রুত সম্ভব লেখা পাঠানোর অনুরোধ রইল।
 
Top