কেমনে জীবন রাখি

বাড়িওয়ালার হুমকি আসে
চোখে আমার ঘুম কী আসে।
দিচ্ছে ভাড়ার তাড়া
সামনের মাসে পারতে হবে
না পারলে রুম ছাড়তে হবে।
জমছে ক'মাস ভাড়া?
কষ্ট কী আর মামায় বুঝে
দোকানদারে আমায় খোঁজে।
খাই যে দোকান বাকি
ঋণের বুঝা বাড়ছে দেখি!
পাওনাদারে ঝাড়ছে সে কী!
কেমনে জীবন রাখি।
আমরা গরীব কাম করে খাই
কষ্ট করি ঘাম ঝরে গায়।
কয় টাকা পাই মাইনে!
বলতে পারেন ক'মাস হলো
চাকরি করি ন'মাস হলো।
আজও বেতন পাইনে।
০৯/১০/১৬

---------------------------------------

ইহুদীরা ফন্দি করে



গোলশান টু শোলাকিয়া কল্যাণপুর ও টঙ্গিতে
হামলা করে জানান দিলো আই এস নামের জঙ্গিতে।



সরল মনের যুবকদেরে মিথ্যা স্বপ্ন দেখিয়ে
আত্মঘাতী হামলা করায় আই এসে নাম লেখিয়ে।

হামলা করে মানুষ মেরে যাবে নাকি জান্নাতে
সেই আশাতেই মানুষ মারে অশ্রু ঝরায় কান্নাতে।

আল্লাহর নামে মানুষেরে করছে জবাই বন্দি করে
ইসলামে চুন কালি দিতে ইহুদীরা ফন্দি করে।

ছদ্মবেশে মুসলমানের ঈমান লুটে নিচ্ছে খুব
বিশ্ব জুড়ে এজেন্ট তাদের মগজ ধুলাই দিচ্ছে খুব।

তাদের আসল গডফাদারে পশ্চিমাতে বাস করে
তার ইশারাই মুসলমানের ঈমান আমল নাশ করে।

বিশ্ববাসী আতংকিত তাদের অপকর্মেতে
মানুষ মারা খুন খারাবী নেই আমাদের ধর্মেতে।

২৯/০৮/১৬
-----------------------------------------

করছে দখল



গাছ-গাছালী কেটে কেটে
করছে উজাড় বন

পশু-পাখি যাবে কোথায়

একটু ভেবে কন।

বন-বনানী ধ্বংস করে
বানায় বসত ঘর
পশু -পাখি আশ্রয় নিতে
খুঁজবে বুঝি চর।

পৃথিবীটা হেলে না যায়
পাহাড় দিলো তাই
পাহাড়টাও নিচ্ছে কেটে
বিবেক পুড়ে ছাই।

বন-বনানী পাহাড়-নদী
এবং পুকুর ঘাট 
দখলদারে করছে দখল
শিশুর খেলার মাঠ।

যায় না শুনা ভোর সকালে
পাখির মিঠা গান
দখলদারে করছে দখল
আমরা পেরেশান।
২৮/০৭১৬

-----------------------

পরিবার



ভালবাসার এ বাঁধন যেন ছিড়েনা কভু 
রহমতে ভরে দাও তুমি ও দয়াময় প্রভু।

মা বাবা ভাই বোন আত্মীয় সবে
মিলেমিশে থাকি যেনে তোমার এই ভবে।

মারামারি হানাহানি হিংসা ও দ্বেষ
মন থেকে দূর করি গড়ি পরিবেশ ।

হে প্রভু দয়াময় তুমি মেহেরবান
আমার এই পরিবারে করো রহমত দান।
১৬/০৩/১৬

--------------------------------------

এই গরমে


গ্রীষ্মকালের এই গরমে মনে ভীষণ ক্লেশ
তুবও যে শান্তি লাগে আনন্দ হয় বেশ।
এই গরমে কেউবা থাকে এসি ছেড়ে রুমে

কেউবা আবার খালি ফ্লোরে মগ্ন গভীর ঘুমে।

কেউবা থাকে বটতলাতে গাছের ছায়ায় ছায়ায়

এই গরমে শান্তি ভীষন গাছের পরশ মায়ায়।

এই গরমে ছুটাছুটি সকাল- বিকাল দুপর
কেউবা ছুটে রাস্তা-ঘাটে কেউবা সেতুর উপর।
কেউবা বসে নীল আকাশের খোলা সবুজ মাঠে
এই গরমে আনন্দ হয় কাব্য ছড়ার পাঠে ।
ছেলে-মেয়ে আড্ডা জমায় বসে পুকুর পাড়ে
কিচিরমিচির পাখি ডাকে বরাক বাঁশের ঝাড়ে।
মুগ্ধ মধুর শীতল হাওয়া আদর বুলায় গায়ে
শরীর থেকে আচঁল দিয়ে ঘাম মুছে দেয় মায়ে।
নানান রকম রসাল ফল লাগে খাওয়ার ধুম 
মেঠো পথের শুকনো ধুলো দেয় যে পায়ে চুম।
উঠোনেতে জ্যোৎস্না রাতে কিযে খুশির ভেলা
ছেলে-মেয়ে জড়ো হয়ে জমায় কিচ্ছার মেলা।
গভীর রাতে ফুলবাগানে ফুল পরীরা খেলে
নেচে নেচে গান গেয়ে যায় পাখনা দুটো মেলে।
এই গরমে ভালো লাগে সকাল-বিকেল সাঝে
কাটায় বেলা আনন্দে খুব ঘুড়ি উড়ার মাঝে।
১৩/০৫/২০০৩

 
Top