ছড়ার বিশেষ টিপস

একটি সার্থকছড়া লেখার আগে যে বিষয়গুলো স্থির করে নিতে হবেঃ 

১. কোন ছন্দে লিখবেন?
২. প্রত্যেক পঙক্তির মাত্রা কতটি হবে?
৩. পর্ব/ অতিপর্ব এবং উপপর্বের সংখ্যা কয়টি? 
৪. প্রত্যেক পর্বে কত মাত্রা হবে? 
৫. অতিপর্ব এবং উপপর্বের মাত্রা সংখ্যা কত হবে? উপপর্ব কেউ দিতেও পারে আবার নাও দিতে পারে। 
৬. অন্ত্যমিল কয় অক্ষরের হবে?
৭. অন্ত্যমিল মুক্তস্বর না বদ্ধস্বরে হবে? 
কেউ যদি উপরের সাতটি বিষয় স্থির করে একটি ছড়া লিখতে বসেন, আশারাখি ছড়াটি মানসম্মতই হবে।
তাছাড়া কোন বিষয় না বুঝলে মন্তব্য করতে পারেন।
--------------------------------
ছড়ার বিশেষটিপস – ০২ 
একটি সার্থকছড়া লেখার পূর্বে ৭টি বিষয় স্থির করে নেওয়ার কথা বলেছিলাম। নিচে ৭টি বিষয় স্থির করে নিয়ে একটি ছড়া লিখে দিলাম। আশারাখি বুঝতে সুবিধা হবে। সিরিজ আকারে সবগুলো ছন্দেই প্রকাশ করব ইনশাআল্লাহ। 
১. ছন্দঃ স্বরবৃত্ত 
২. প্রত্যেক পঙক্তির মাত্রা সংখ্যাঃ ১৪ 
৩. পর্বঃ ৩টি, অতিপর্বঃ ১টি 
৪+৪+৪+২ 
৪. প্রত্যেক পর্বের মাত্রা সংখ্যাঃ ৪ 
৫. অতিপর্বের মাত্রা সংখ্যাঃ ২ 
৬. অন্ত্যমিলপর্ব বা অতিপর্বের শব্দের অক্ষর সংখ্যাঃ ২ 
৭. অন্ত্যমিলঃ মুক্তস্বরের 
আমার এখন/ দিন ভাল নেই/ দিন ভাল নেই/ কারো 
বুকের ব্যাথা/ দিনে-দিনে /বাড়ছে যেন/ আরো ।
সকাল থেকে /সন্ধ্যাবেলা /রোজই আসে /কা’কে
কা-কা বলে/ গাছের ডালে /আমায় শুধু/ ডাকে। 
কেউ ডেকে কয় মরণ নাকি আমার ঘাড়ে বাঁধা! 
অলক্ষণে আমার বসত পড়েই গেলাম ধাঁধাঁ। 
অমঙ্গলও হতে পারে তাই দিয়েছে আড়ি 
ভুল করে-ও মাড়ায় না কেউ আমার বসতবাড়ি।
নদীর কাছে তাই বলেছি আমায় নিয়ে চলো
ঘৃণা করে নিতে মানা সেই সে নদীর জলও। 
মেঘের কাছে যাই ছুটে যাই আমায় নিতে পারো? 
বৃষ্টি ঝরে কয় যে ডেকে পথটি এবার ছাড়ো। 
দেয় না সাড়া আমাকে কেউ কত ডাকি, শোনো!
সবুজপাহাড় বাগবাগিচা পাশের আড়াবনও। 
স্বাদের ভুবন আমার থেকে মুখ নিয়েছে ফিরে
আমি এখন ভিন্ন আমি শুধু আমায় ঘিরে। 
--------------------------------------



 
Top