সাহিত্য আসর ১০৫তম পর্বের সেরা ছড়াকার
★ফলাফল★ 
প্রিয় লেখকলেখিকা বন্ধুগণ, 
আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহ, আশারাখি সবাই ভাল আছেন। হাজির হলাম বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিভাবিকাশ সাপ্তাহিক সাহিত্য আসর—১০৫ এর ফলাফল নিয়ে। এইপর্বের বিষয় ছিল- ছড়া। অনেক প্রবীণ-নবীন ছড়াকারেরা অংশগ্রহণ করেছেন। আসর বেশ জমে উঠেছিল। আশারাখি আসরে আপনাদের উপস্থিতির এইধারা অব্যাহত থাকবে। যারা সেরা নির্বাচিত হয়েছেন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যারা অংশগ্রহণ করে আসরকে প্রাণবন্ত করেছেন তাদের জন্য রইল অকৃত্রিম ভালবাসা।.

.
১. 

পন্ডশ্রমের ছড়া
মোহাম্মদ ময়েজউদ্দিন

ইচ্ছে করে ছড়া লিখি দেখে আকাশ নীল
ছড়া বানাই মনের সুখে পাইনা শেষে মিল ।
পুষ্পশোভা দেখে যদি কিছু লিখতে যাই 
স্বচ্ছ আমার মনের কথা আদৌ মনে নাই ।
পর্ব যখন মিলে যায় তো বানান করি ভুল
ছন্নছাড়া মনের ভাবে পাইনা কোন তুল ।
মাত্রা যদি ঠিক হয়েছে ভাগ্য আমার হায়
ছড়া লিখতে দেখি আমি সারা রাতই যায় ।
যুদ্ধ করি মিললো কিনা ছড়ার তালে লয়
বুদ্ধি তবু হয়নি আমার শুধু সময় ক্ষয় ।
তপ্তরোষে একা একা খুঁজি ছড়ার মান
মুচড়ে ফেলি ছড়ার পাতা করি ছত্র খান ।
চেষ্টা করে একটা লেখা দাঁড় করেছি যেই
গিন্নি আমার তেড়ে আসে হারিয়ে ফেলি খেই ।
ভক্ত খুঁজি হৃদয় মাঝে বুঝে ব্যাথার মন
শ্রেয় ভেবে অনুভবে মানবে সকল জন ।
রক্তে যখন ছড়ার নেশা ছাড়বো নাকো হাল
শক্ত করে বাঁধন দিয়ে সব মেলাবো তাল ।
কষ্ট করে লিখে ছড়া পাইনা কারো মন
পরিশ্রমটা মিছেই হলো বৃথা গেলো ক্ষণ ।।


চলো লিখি ছড়াআবুজার গিফারী নাঈম

এসো ভাই ছড়াকার
আজ লিখি ছড়া,
ভয়-ভীতি দূরে ঠেলে
লিখে যাই কড়া।
আজকেই লেখা চাই
থাক দূরে থাক ভাই
আজ বই পড়া,
নিরবেই ধ্যান করো
মস্তকে জ্ঞান ভরো
বাদ দাও নড়া।
মিথ্যাকে ঠেলে দিয়ে
সত্যকে সাথে নিয়ে
কী বা যাবে করা?
ভাবতেই থাকো তুমি
কোন্ ভাবে এই ভুমি
যায় বলো গড়া?
.
চিন্তায় ডুবে থাকি
এইমনে ছবি আঁকি
ছড়া দেয় ধরা,
লগ্নতো আজকেই
দূর করো লাজকেই
চলো লিখি ছড়া।।।

খুকুর বিয়ে
আব্দুল আজিজ মিঞাজী

.
বাজছে ঢোলক ঢুম্ ঢাম্,
খুকুর বিয়ের ধুম্ ধাম্,
বর আসবে পালকি চড়ে
আতশবাজি বুম্ বাম্ ।
.
ঘটক মাথায় টাক্ টাক্,
পালকি এখন থাক্ থাক্, 
নাই পালকি দেশে বাছা
ভাবনা ওসব যাক্ যাক্ ।
.
রিক্সা অটোয় ঝিক্ ঝাক,
বরটা এলে ঠিক্ ঠাক্ ,
ভাগ্য খুকির বদলে যাবে
ঘটক হাসে ফিক্ ফাক্ ।
.
শুনেই খুকু বাক্ বাক্
শোকর করে লাখ্ লাখ্
মুখ চাপছে রুমাল দিয়ে
লজ্জা যেনো ঢাক্ ঢাক্ ।

>
 
Top