★ফলাফল★
প্রিয় ছড়াকার বন্ধুগণ,
আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহ, আশারাখি সবাই ভাল আছেন। হাজির হলাম বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ[BPSP] কর্তৃক আয়োজিত প্রতিভাবিকাশ সাপ্তাহিক সাহিত্য আসর—১০৭ এর ফলাফল নিয়ে। এইপর্বের বিষয় ছিল- হেমন্তের ছড়া। অনেক ছড়াকার অংশগ্রহণ করেছেন। আশারাখি আসরে আপনাদের উপস্থিতির এইধারা অব্যাহত থাকবে। যারা সেরা নির্বাচিত হয়েছেন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যারা অংশগ্রহণ করে আসরকে প্রাণবন্ত করেছেন তাদের জন্য রইল অকৃত্রিম ভালবাসা।.
.
(০১)
হেমন্ত
এম এ আজিজ
.
কী অপরুপ যাদুর ছোঁয়ায়
রাঙালো মন হেমন্ত !
কর্মমুখর কিষাণ বধূ
আর দেখিনা এমন তো !
.
পাকা ধানের মাঠে মাঠে
কী যে সূধা সূগন্ধ !
ফসল কাটার ধূম পড়েছে
বইছে বায়ু সু-মন্দ ।
.
নবান্নের উৎসবে যে আজ
ঘরে ঘরে আনন্দ ,
থাকতো যদি আজো বেঁচে
লিখতো জীবনানন্দ !
.
রূপের ডালা ভাসছে দেশে
শোভা যে অ-ফুরন্ত ,
তারি মাঝে নয়ন জুড়ায়
পাখ-পাখালি উড়ন্ত ।
,
গরম দুপুর শীতের পরশ
বিকেল যখন পড়ন্ত ,
শীতের গরম কাপড় জামা
চলছে রেডীকরণ তো !
.
(০২)
হেমন্তকাল
আবুজার গিফারী নাঈম
.
শিশিরভেজা ধানের ক্ষেতে
উদাসহৃদয় থাকেই মেতে
শীতের আমেজ রাত্রিবেলা
নীল-আকাশে হাজার খেলা
নিত্যদিন-ই হয়,
আমন-আউশ নতুনধানে
কৃষক নাচে খুশির গানে
শস্য-শ্যামল বাংলাদেশে
শরৎঋতুর পরেই এসে
হিমেলহাওয়া বয়।
একেই সকল ঋতুর রানী
হেমন্তকাল কয়।
.
মিষ্টিরোদে প্রাণ ভরে যায়
রসের পিঠা মন খেতে চায়
নাই তুলনা নাই,
পুকুরজলে পদ্ম ফোটে
শিউলি-শালুক কত্ত জোটে
রূপ নগরীর গাঁয়।
ঘাসের ডগায় শিশিরকণা
মন কেড়ে নেয় তাই।
.
দাওয়াত দিলাম বন্ধু তোমায়
আসবে আমার গাঁয়,
রূপের রানীর পরশ নিয়ে
লিখবে ছড়া ভাই।
(০৩)
হেমন্ত
এম.হাবিবুর রহমান হাবিব
.
শিশির-কণার নূপুর পায়ে
হিম-কুয়াশার চাঁদর গায়ে
আসল বুঝি হেমন্ত;
মাঠ ভরেছে সোনার ধানে
মন মজেছে ধানের ঘ্রাণে
খুলল দোয়ার হেমন্ত।
নতুন চালের পিঠা হবে
বউ ঝি'য়েরা মেতে রবে
চোখ জুড়ানো নবান্নে;
কাস্তে হাতে কৃষাণ মাঠে
বাজার গরম গাঁয়ের হাটে
শীত মোড়ানো সায়াহ্নে।
খেসারি আর কলাই ফুলে
হিমঝুরি আর শিউলি দুলে
রূপ-কুমারী সাজে,
সীম বাগানে বেগুনী ফুল
গন্ধরাজ এর গন্ধে আকুল
নিত্য সকাল-সাঁঝে।
শিশির-ভেজা লাউয়ের ডগায়
হিমেল হাওয়া লাগে,
মিষ্টি রোদে, কোমল হাওয়ায়
শীতের পরশ জাগে।
.
(০৪)
হেমন্ত এলো
সাইদুল ইসলাম
গাইছে পাখি গাইছে ফুল
গাইছে নদীর জল
তারই সাথে সুর মিলিয়ে
গাইছে মেঘের দল।
হেমন্ত এলো হেমন্ত এলো
বাংলামায়ের কোলে
সোনার ক্ষেতে সবুজ হাওয়ায়
সোনার ফসল দোলে।
আমন ধানের পাকা গন্ধে
কৃষক জুড়ায় প্রাণ
হাওয়ায় ভাসে ক্ষীর-পুলি আর
হরেক পিঠার ঘ্রাণ।
দূর্বাঘাসে শিশির কনক
চিকচিক করে
বইছে আজি খুশির জোয়ার
কৃষক ভাইয়ের ঘরে।
দিনের শেষে ক্লান্তি নিয়েও
কৃষক মুখে হাসি
হেমন্তের এই রূপটা আমি
ভীষণ ভালোবাসি।
.
(০৫)
হেমন্তকাল আসে
শাহিন ইসলাম
.
নীলাকাশে নীলের মেলা
ফালিফালি মেঘ,
গন্ধরাজের গন্ধেভরা
হিমবাতাসের বেগ।
হাসনাহেনা শিউলিগ ফুলও
পাপড়িতমেলে হাসে,
আনলো ফিরে হেমন্তকে
শিশিরভেজা ঘাসে।
ঝনঝনাঝন বাজনা বাজে
চাষির পাকাধানে,
হৃদয় জুড়ায় নদ-নদী আর
পাখির কলতানে।
গাঁয়েরবধূ আমেীজ মেখে
ফিরনি-পায়েস রাঁধে,
বাউল-কবি বীণার তারে
দেশাত্বগান বাঁধে।
কুয়াশাতে জমিন ঢাকে
শীতের পূর্বাভাসে,
কাশফুলেরা পড়লেনুয়ে
হেমন্তকাল আসে।
.
(০৬)
হেমন্ত
সাজিদুর রহমান
.
হেমন্তকাল এলে,
দোয়েল পাখি শিষ দিয়ে যায়
পাখনা দুটো মেলে।
.
গাছ-গাছালির শাখে
টুনটুনি আর শালিক পাখি
মিষ্টি করে ডাকে।
.
হিমেলহাওয়া আসে
পালের নৌকা দারুণ বেগে
নদীর জলে ভাসে।
.
রাখাল বাজায় বাঁশি,
ফসল মাঠে নজর কাড়ে
পাঁকা ধানের হাসি।
.
শিশির জমে ঘাসে,
নতুন ধানের গন্ধ পেয়ে
চাষির হৃদয় হাসে।
.
মাঠে গরু চড়ে,
পিঠাপুলির নবান্ন হয়
সাবার ঘরে ঘরে।