সাহিত্য পাক মুক্তি
ইসলাম তরিক
:
শত পর্বে পা রেখেছে
প্রজম্ম আজ দীপ্ত
স্যালুট জানাই, প্রজম্মতে
আছেন যাঁরা লিপ্ত।
:
প্রাণের গ্রুপ প্রজম্ম আজ
ছড়ায় দারুণ গন্ধ
তারুণ্যের এই গান-কবিতা
জাগায় মনে ছন্দ।
:
প্রজম্মের এই প্লাটফর্মে
আমরা নবীন যাত্রি
তিমির টুটে আনব ঊষা
করব বিদায় রাত্রি।
:
শত প্রাণের লক্ষ আশা
স্বপ্নে ন্যায়ের চিহ্ন
আমি সবার সবাই আমার
নয় তো কেউ ভিন্ন।
:
প্রজম্ম হোক ন্যায়ের দিশা
সাহিত্য পাক মুক্তি
গর্জে উঠুক নবীন মনের
সত্য-ন্যায়ের যুক্তি।
:
সান্তাহার,বগুড়া।