ভোর

মুহাম্মদ ইউনুছ আলী


রাত্রি শেষে আঁধার কেটে,
আসল যখন ভোর,
চক্ষু হতে কেটে গেল,
ঘুমের বেহাল ঘোর।
খুলে দিল মানুষ সবে,
তাদের ঘরের দ্বোর।
ঘর হতে মোরগ গুলি,
উঠায় সবায় ডাকি
মসজিদ হতে দাওয়াত করে,
মুয়াজ্জিন সাব হাকি,
বেরিয়ে পরে মুসলিমেরা,
নামায পড়ার লাগি।
গাছের ডালে বাঁশের ঝারে,
মধুুুুর স্বরে ডাকতে থাকে পাখি,
সেই পাখিরই কলতানে,
খুলে যায় মোদের আখি।
সারা রাতের স্বপ্ন গুলো,
সব হয়ে যায় ফাঁকি।
ইহার পরে মানুষ ছুটে,
জীবিকা খোজার লাগি।
 
Top