মো. গোলাম মোস্তফা টুটুল


মিলন মেলা

মো. গোলাম মোস্তফা টুটুল

১৮/৯/১৬
/
লেখক কবির মিলন মেলা
প্রজন্মতেই বসে
হাসি কান্না দুঃখ ব্যথা
লেখক লেখে রসে
.
লেখার তরে ফুটে উঠে
সমাজ জীবন চিত্র
সবাই দেখে চিনে রাখে
কে বা কার মিত্র
.
শুন্য থেকে শত হলো
মিলন মেলার যাত্রা
চলছে তবে আগের বেগে
থামেনি তো মাত্রা
.
দক্ষ নেতার পক্ক হাতে
চলছে মেলার খেলা
সবাই মানে নেতার কথা
করে না তো হেলা
 
Top