পর্ব-১০০
নাজীর হুসাইন খান
প্রতিযোগীতার সেঞ্চুরিটা
আজ হয়েছে পূর্ণ
সত্যটা আজ সামনে এলো
বাতিল করে চূর্ণ ।
প্রজন্ম সাহিত্য পরিষদের
আজকের একশ পর্বে
লিখবো কী আজ পাইনা ভেবে
মন ভরে যায় গর্বে।
লেখা-লেখির মান বেড়েছে
আজ উছিলায় যাদের
শুভেচ্ছা ও সালাম জানাই
আজকে আমি তাদের।
১৮/০৯;১৬
Top