লিমেরিক, পর্ব-১০১
দখল
মোঃ মনোয়ার হোসাইন
.....
১
দুনয়ন আজ অশ্রুসজল আমার চুপটি কান্নাতে,
কাজের বুড়া বিষ মেশালো তার মালিকের রান্নাতে।
মালিক মরে গেল
বুড়া রাজ্য পেল।
এসব করে তারা কি আর যেতে পারে জান্নাতে?
২
মালিক মেরে অনেকে আজ রাজ্য বানায় ভূলোকে,
দেশ-প্রশাসন নেয় না খবর কে থাকে ঐ দ্যূলোকে।
তাইতো হাটে বুকফুলে
বলছে কথা মুখখুলে
দেশের তরে ঠাঁই পায় না সহজ-সরল সৎলোকে।
---------------------------------------------
পর্ব ১০১
লিমেরিক
.
কিরণমালা পাখি শালী আসলো আমার দেশটাতে।
আমার বোনের ঈমান আমল ধংস করার চেষ্টাতে।
বোন যে আমার তা বোঝে না,
ভাল চ্যানেল সে খোঁজে না।
ভিনদেশীরা করছে ক্ষতি ভাল লোকের বেশটাতে।
.
_____সাজিদুর
-----------------------------------------------