বোন
আনিস আরমান
আমার সুমির নাম শুনেছো, তোমরা কোনদিন? যাকে নিয়ে দিবানিশি বাজাই আমি বীণ! বলতে পারো, বাস করে সে কোন সে অচীন গাঁয়? কোন সে মাঠে ঘুরে বেড়ায়, আলতা মেখে পায়! কোন সে নদীরঘাটে বসে গাইতে থাকে গান! একলা মনে দেয় ভাসিয়ে কোথায় সুরের তান? কোথায় গিয়ে বসে থাকে, কোন সে লতার ছায়? মনের সুখে চড়ে বেড়ায় কোন সে মাঝির নায়? . বলছি শোনো, সুমি আমার থাকে ভালাইপুর আমার বাড়ি হতে সুমির বাড়ি অনের দূর। বন্ধু তোমরা, শুনেছো কি, কেমন বা তার রূপ? শোন তবে, বলছি আমি, হয়ে একটু চুপ। আহা! কিযে দারুণ সুমির রক্তমাখা মুখ রক্তজবা ঠোঁট দুটো তার করে যে টুকটুক। 'হা' করে মুখ রাখবে তুমি দেখলে সুমির গাল তখন তোমার হৃদয় মাঝে উড়বে সুখের পাল। মুগ্ধ হবে, দেখলে পরে কোমল দুটি হাত হয়তো সেদিন কেটে যাবে না ঘুমিয়ে রাত। পাতলা, নরম কানে সুমি দেয় যে রঙিন ফুল এই ধরাতে সুমির সাথে হয় না কারো তুল। . হয়তো সুমি দুদিন পরেই ছাড়বে বাড়িঘর চিনবে কি আর তখন আমার! ভাববে বুঝি পর। প্রিয় এই বোনটি নিয়ে লাগে খুবই ভয়! দুদিন পরে রাখবে কি আর ভাইয়ের পরিচয়? যেথায় থাকিস, ভালো থাকিস, সুস্থ থাকিস বোন ভাইয়ার কথা স্মরণ করিস চায় যদি তোর মন। দোআ করি, শান্তি সুখে সময় কাটুক তোর জীবন মাঝে নেমে আসুক নতুন কোন ভোর।