বুড়ির চাওয়া-পাওয়া
আ|ব্দু|ল্লা|হ আ|ল মা|মু|ন।
বুড়ো এখন আগের মত
নেয়না আমার খোঁজ,
কি জানি, তার কি হয়েছে!
কোথায় হাটে রোজ.
চাঁদনী রাতে আমার সাথে
কয়না কথা ঘাটে,
বৃদ্ধ বলেই জীবন এখন
রোগে শোকেই কাটে।
পথের মোড়ে দোকান থেকে
দেয়না বাদাম আর,
গায়ে অনেক অসুখ যে তার
মন পুড়ে ছারখার।
চুল দাড়ি তার সব পেঁকেছে
পান্জাবি খুব সাদা,
অতীত স্মৃতি ভাবতে গিয়ে
নামছে অশ্রু ধাঁধা।
একদিন মোর হাতটি ধরে
বলছে কেঁদে ওরে,
আমায় ছেড়ে যাসনে কভু
ওইনা পরোপারে।
চোখের জলে বুক ভাসিয়ে
জড়িয়ে ধরে তারে,
বলেছি আমি জীবন তোমার
ভুইলোনা আমারে।
২৪/০৯/১৬ইং
ইবি-কুষ্টিয়া।
----------------------
কিছু নিয়ে যাও
রবিউল খন্দকার
কিছু নিয়ে যাও
প্রিয় এলেই যখন,
খালি হাতে ফিরলে
কি জবাব দিবে তখন?
ভুলগুলো ভুলে যাও
ফুল নাও হাতে,
খুশবু ছড়াবে তা
পুলকিত হবে মন তাতে।
সত্য পথে যাও
আলো আছে সেথা,
বিবেকহীন ছাড়া সুন্দর
অস্বীকার করে কে তা?
দুনিয়া ভুলে যাও
ক্ষনস্থায়ী মুসাফির তুমি,
আবাদ করো প্রিয়
আখেরে তোমার চীরস্থায়ী ভুমি।।
------------------------------
অনন্তকালের স্বপ্নের ঠিকানা
হামিদ হোছাইন মাহাদী
পূর্বাকাশের সূর্যের রক্তিম বর্ণ প্রতিফলিত হওয়ার পর
তোমার পবিত্র গ্রন্থটির পানে
নয়ন বুলিয়ে মুক্ত কণ্ঠে
তেলাওয়াত করো।
স্রষ্টার ঘোষণা...
তোমার জন্য অপেক্ষা করছে সুখের কানন-কুঞ্জন
যেখানে প্রবাহিত হয় অনবরত অসীম প্রস্রবণ
আছে পরিচ্ছন্ন থাকার নিবাস
নেই চিন্তা পিপাসার
নেই চিন্তা আহারের
নেই কোনো অশান্তির স্তুপ।
আছে তোমার আকাঙ্ক্ষিত বাসনার ফল।
পরমাত্মার দেওয়া প্রতিশ্রুতি
অর্জনের জন্য এখনি ঝাঁপিয়ে পড়ো;
আর লাভ করো,
অনন্তকালের স্বপ্নের ঠিকানা।
২৪/০৯/২০১৬
----------------------------------
সত্যের কঙ্কাল
সাদ্দাম হোসেন ইশতিয়াক
সত্য খুঁজে পাই না এখন
পাই যে সত্যের কঙ্কাল।
চারিদিকে দেখি কেবল
অসত্যেরই জঞ্জাল।
নিপুণ মিথ্যার বিছান পে'তে
বসে আছে সবে।
ভয়ে সত্য গর্তে লুকোয়
অনিশ্চিতের ভবে।
জানি না তো গর্ত হতে
বাহির হবে কবে.?
ততদিন কি ধরাধামের
নিয়ম অটুট রবে.?
দিকে দিকে শুনি আজ
মিথ্যার কলতান।
সত্য দেখি নত শিরে
ভিক্ষা করে প্রাণ।
ইতি গজঃ পক্ষ নিয়ে
"সত্য" দাবি করে।
অনিয়মের নির্যাতনে
সত্য গেছে মরে।
কঙ্কালটা আছে পড়ে
পাশের ঝোপ-আড়ালে।
অন্ধকারে মাতবে ধরা
সেটাও যদি হারালে।
খুব যতনে মনের কোণে
রেখেছি তারে আমি।
সবাইকে বুঝাতে চাই
"সত্য কত দামি?"
হিংসুটেরা দেখলে তো আর
কারও রেহাই নাই।
তবু কঙ্কাল বুকে নিয়ে
সত্য বলে যাই।
----------------------------------
আমিত্বের ভাবনা
শফিকুল ইসলাম সোহাগ
____________________________
সময় সাথে পাল্লা দিয়ে আগাই চলো
বিবেক নিয়ে এই সমাজের কিছু বলো ,
গড়বে জানি সোনার প্রদীপ জাগাই আশা
ছিটিয়ে দাও মানুষ মনে ভালো-বাসা ।
করছো কিযে অমানিশার আধাঁর মাঝে
বৈসাদৃশ্য ফুটছে আজি সকল কাজে ,
যাচ্ছি কোথায় সময় তালে সব হারিয়ে
নিতি কথার ঘুরে বালি জট বাড়িয়ে ।
নাট্যশালায় রঙ্গমঞ্চের সময় ক্ষনে
উত্তরীয় বাতাস দোলে আপন মনে ,
সত্যটা আজ পাইনা খুজে তরূণ কাছে
সমাজটা তাই চলছে যে আজ উল্টো ধাচে ।
কি করিব পাইনা খুজে সময় তালে
আটকে গেছি পিশাচ মরা শকুন জালে ,
ভাবছি আমি বসে আজও স্মৃতির পাতায়
কি সব রচি মন তাগিদে স্বপ্ন খাতায় ।
১৬-০৯-২০১৬
গড়াকাটা,মধ্যনগর,সুনামগন্জ
--------------------------------------