প্রজন্ম পরিষদ
আবুজার গিফারী নাঈম
''বিবেক প্রসূত শব্দের জালে
লিখি জাগরণী কথা,
জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে
এসো গড়ি মানবতা।''
এমন মধুর স্লোগানে আজ
ডাকলো তোমায় কে যে?
দৃপ্ত কন্ঠে দাও সাড়া দাও
লিখতেও থাকো নিজে।
লিখতে কাব্য ছন্দ সাঁজাও
পদের পরেই পদ,
সাহস যোগাবে বন্ধু তোমায়
"প্রজন্ম পরিষদ''।
একশ পর্বে উপনীত হলো
আজ প্রতিযোগিতা,
ছন্দে-ছন্দে লিখেছি তাইতো
প্রিয় এই কবিতা।