বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ প্রসঙ্গঃ স্মৃতি ও ভাবনা
....................মোঃ খালেদ সাইফুল্লাহ্ রহমান,
আমার ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আকর্ষণ ছিল । চতুর্থ শ্রেণীতে পড়াকালীন অর্থাৎ 2005 সাল থেকে কবিতা লেখার চেষ্টার মাধ্যমে লেখালেখির জগতে যাত্রা শুরু করি । তখন লেখাগুলোর একমাত্র পাঠক ছিলেন আমার পিতা ।
আমার লেখালেখির প্রতি আকর্ষণ দেখে পিতা লেখাগুলো সংরক্ষণের জন্য একটি বাইন্ডিং এর খাতা কিনে দেন । তারপর থেকে অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়াকালীন 2009 সাল থেকে নিয়মিতভাবে কবিতা,প্রবন্ধ ও নিবন্ধ লেখালেখি করছি ।
.
আমার লেখালেখির জগতে শুরু থেকেই মূখ্য ভূমিকা পালন করছে অনলাইন ভিত্তিক সাহিত্য গ্রুপ কলম ও কবিতা সাহিত্যের ময়দানে আজকের বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ । আমি সবসময় একটি বিষয় চিন্তা করতাম যে, সাহিত্য সমাজের দর্পণ । যদি সাহিত্যে বিজাতীয় সংস্কৃতি ও সভ্যতার অনুপ্রবেশ ঘটে,তাহলে সাহিত্য সমাজ বা রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে না । এজন্য সুস্হধারার সাহিত্য চর্চার প্রয়োজন । যা সুস্হধারার সংস্কৃতি ও সভ্যতা লালন করে এই সমাজের আমূল পরিবর্তন করবে । আর এজন্য প্রয়োজন সুস্হ চিন্তক একঝাক মেধাবী তরুণ-তরুণী ।
.
কিন্তু আমি হতাশ ছিলাম । চারিদিকে অসুস্হ সাহিত্য চর্চার প্রতিযোগীতা আমাকে চরমভাবে ব্যথিত করতো । ঠিক এই পরিস্হিতিতে ফেসবুক বন্ধু রেজা কক্স ভাই আমাকে ইনবক্সে উক্ত গ্রুপে লেখার জন্য আহ্বান করেন । আমি গ্রুপটির কার্যক্রম দেখে অনুধাবন করতে পারি যে, এই গ্রুপের মেধাবী লেখকলেখিকাগণ সুস্হধারার সাহিত্য চর্চা করে সমাজের আমূল পরিবর্তন করতে পারবেন ।
.
আমার দৃঢ় বিশ্বাস যে,আগামীতে টেকনাফ থেকে তেতুলিয়া ও পঞ্চগড় থেকে সুন্দরবনের প্রতিটি প্রান্তে এই গ্রুপের কলমী ভাই ও বোন সেই মহান দায়িত্ব পালন করতে পারবেন ইনশাআল্লাহ্ । আল্লাহ্ আমাদের কবুল করুণ আমীন ।
21st February is international mother language day!