বুক রিভিউ
বইয়ের নাম: আকাশ ছোঁয়া স্বপ্ন দেখো
প্রকাশক: গার্ডিয়ান প্রকাশনী
পরিবেশক: সূচীপত্র
গ্রন্থস্বত্ব: লেখক
শব্দবিন্যাস: মোঃ জহিরুল ইসলাম
প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ
মুদ্রণ: মোঃ আমিনুল ইসলাম
মূল্য: 220 টাকা মাত্র
পৃষ্ঠা: 134
দীদার মাহদী |
রিভিউ লেখকঃ দীদার মাহদী
———————————————————
১. আলহামদুলিল্লাহ ৷ রুদ্ধশ্বাসে বইটি পড়লাম ৷ বইয়ের নামের ভেতরই লুকিয়ে আছে লেখার স্বার্থকতা ৷ অত্যন্ত চমৎকার একটি বই ৷ কিশোর, তরুণ ও যুবকদের উদ্দেশ্যে হৃদয়ভরা আকুতি নিয়ে লেখা হলেও বইটি সব শ্রেনির পাঠকদের জন্য সুখপাঠ্য ৷ সফল জীবন গড়ার পাথেয় ৷ বইয়ের নাম ও প্রচ্ছদই বইটি ধরে দেখার প্রতি আকর্ষণ করে ৷ সূচিপত্রে চোখ বুলালে একটু না পড়ে রাখাই যাবে না ৷ আর ভেতরের কোনো শিরোনামে একটি লেখা পড়া শুরু করলে তা শেষ করার প্রতি একরকম দায়বদ্ধতা থেকে যায় ৷ অসাধারণ একটি বই ৷
২. বইটি প্রকাশ করেছে রুচিশীল প্রকাশনী এবং বেস্ট সেলার 'প্যারাডক্সিকাল সাজিদ' বইয়ের গর্বিত প্রকাশক 'গার্ডিয়ান প্রকাশনী' ৷ তারা বাংলাদেশের প্রকাশনা জগতে নতুনত্বের স্লোগান দিয়ে এসে দুর্দান্ত সব বই উপহার দিয়ে চলেছে ৷ কিশোরদের জন্য এটা তাদের প্রথম বই ৷ এমন একটি উপকারী বই প্রকাশ করার জন্য তারা একটু ধন্যবাদ পেতেই পারে ৷ প্রকাশক বলেন, 'এক স্বপ্নচারী তরুণ আমিনুল ইসলাম ফারুক বাংলাদেশের কিশোর-যুবাদের জন্য লিখেছেন 'আকাশ ছোঁয়ার স্বপ্ন' ৷ প্রতিটি প্রতিটি পৃষ্ঠায় রয়েছে পরম মমতা আর ভালোবাসা ৷ আশা করছি বইটি বাংলাদেশের কিশোর-তরুণদের উন্নত জীবন গঠনের সহায়ক হবে ৷'
৩. বড়দের জন্য বই লেখা সহজ ৷ কারণ, লেখকরা মূলত বড়ই হয়ে থাকেন ৷ কিশোরদের জন্য লেখা কিন্তু তুলনামূলক কষ্টকর ৷ কারণ, লেখককে তখন তার কিশোর বয়সে ফিরে যেতে হয় ৷ সেই প্রাণোচ্ছল সময়গুলো মাথায় রেখেই ভেবেচিন্তে শব্দের পর শব্দ গেঁথে বইমালা গাঁথতে হয় ৷ এটা সবাই পারেন না ৷ আমিনুল ইসলাম ফারুক পেরেছেন বলেই আমার বিশ্বাস ৷ সহজ সরল এবং বোধগম্য ভাষায় লিখিত উচ্চাকাঙ্খামূলক বই ৷ কিশোররা স্বপ্ন দেখতে ভালোবাসে ৷ সে তার আশপাশের বড় বড় ব্যক্তিদের দেখে তাদের মতো হতে চায় ৷ তাদের আইডল ভাবে ৷ ওরা যদি বিশ্বের সব বড় বড় ব্যক্তিদের জীবনে সফল হওয়ার রহস্যগুলো জানতে পারে, তাহলে ওদের স্বপ্নশকক্তি আরো বহুগুণে বৃদ্ধি পাবে ৷ সে রসদই এই বইতে দেয়া হয়েছে পাতায় পাতায় ৷ সাথে তাদের চিনিয়ে দেয়ার জন্য ছবিও যুক্ত করা হয়েছে ৷
৪. অসংখ্য তথ্যের সমাহার ঘটেছে বইটিতে ৷ আমাদের কিশোররা কেউ কেউ নিজের মেধার ওপর হতাশা প্রকাশ করে ৷ ভাবে, আমার দ্বারা কিছু হবে না ৷ ৪০ নং পৃষ্ঠায় তাদের হতাশা দূর করণের অসামন্য এক তথ্য সংযোজিত হয়েছে ৷ 'একজন সুস্থ মস্তিষ্ক কয়েক হাজার কম্পিউটারের কাজ করতে পারে ৷ আমাদের দেহের ভেতর মাত্র তিন পাউন্ড ওজনের মস্তিষ্কের গঠন সবচেয়ে জটিল ৷ এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার সুপার কম্পিউটারের চেয়ে হাজার হাজার কোটি গুণ জটিল ৷ ডাক্তার ওয়াল্টার মতে, কেউ যদি বৈজ্ঞানিক প্রণালিতে মানুষের মস্তিষ্কের মতো ক্ষমতাধর বা শক্তিশালী অন্য কোনো বৈদ্যুতিক মস্তিষ্ক বানাতে চায় তাহলে এর জন্য খরচ হবে পনের শত কোটি, কোটি টাকারও বেশি ৷ সংখ্যাটি অংকে লিখলে দাঁড়ায় ১৫০০,০০০০০০০,০০০০০০০ টাকা ৷ যা দিয়ে বর্তমান প্রায় দশ হাজার কোটি কম্পিউটার কেনা সম্ভব ৷ তাক মানে হলো তোমার মাথার কম্পিউটারটি দশ হাজার কম্পিউটারের চেয়েও শক্তিশালী ৷ কী হলো অমন হা হয়ে থাকলে যে? বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি ৷'
৫. বইটি পড়ে বড় হওয়ার ইচ্ছেটা আরো বড় হবে ৷ গল্পের ছলে লেখার দরুণ বিরক্তি আসবে না মোটেই ৷ আকাশ ছোঁয়ার স্বপ্নই দেখতে ইচ্ছা হবে ৷ কিশোরদের কোনো বই উপহার দেয়ার ইচ্ছা থাকলে এ বইটি তালিকার প্রথম দিকেই থাকবে ৷ লেখকের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি ৷ বইটির বহুল প্রচার একান্ত কাম্য ৷ ঘরে ঘরে জন্ম নিক বিখ্যাত সব ব্যক্তি ৷ এটাই প্রত্যাশা ৷