খোলা চিঠি --৫

 ইচ্ছে আমার
***********
   বহুযুগ হ' তে অপেক্ষায় শুধু তোমার জন্য।
অপেক্ষায় শীত প্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত।
যদি হঠাৎ এসে বাঁচাও ভালোবেসে।
এলে তো সেদিন --

ভাঙ্গা বুকে স্বপ্ন জাগালে, খুলে দিলে স্তব্ধ বন্ধ কবাট
দুহাতে মুছে দিলে --
তোমার জন্য  বুকের মাঝে দগ্ধে চলেছিল যত কষ্ট।
স্নেহকাতর ছোঁয়ায় ভুলালে শতেক দুঃখ আমার।

সকল স্বপ্নিল আনন্দের উৎস তুমি -
নুতন ভাবে জন্ম দিলে গোলাপ কুঁড়ি করে।
উথালপাতাল স্বপ্ন এঁকে দিলে বুকে,
করলে মহুয়া রসে মাতাল।

তারপর চললে সুদূর পানে --
এলে আবার ফিরেও গেলে!
তোমার স্পর্শ ছাড়া মনে হয় দূর দেশে  পড়ে আছি একাকী আমি।
তোমার সান্নিধ্য ছাড়া জীবন আমার পদ্মার বালুচর।

এলে আবার ফিরেও গেলে --
বড্ড ইচ্ছে করে তোমার কাছে যাই।
তোমার দীঘল চক্ষু মাঝে মুগ্ধ ব্যাকুলতায় যাই  হারিয়ে।
না বলা অব্যক্ত কথাগুলো বলে চলি অবিরাম।

আরও কিছু কি শুনবে তুমি ? ????
তুমিই আমার দেবতা --
আমার দুচোখে ভাসে শুধু তোমার প্রসন্ন মূর্তি ;
তার পদতলে চক্ষু বুঁজে ধ্যানে মগ্ন আমি।

তুমিই আমার ভালোবাসার অন্তত আকাশ ;
তাই বড়ো ইচ্ছে করে তোমার কাছেই যাই,
তোমার ছায়াতলে বসে আকন্ঠ মহুয়া পানে মাতাল হই।
ইচ্ছে করে আবার """""""

মাহমুদা লাভলী
১২--০১--২০১৮
 
Top