১৬৭ তম আসরের বিষয় ঘোষণা-
.
বন্ধুরা,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে আসরের বিষয় ঘোষণা করার জন্য।
আমাদের সাপ্তাহিক সাহিত্যচর্চায় এবারের আসরের বিষয় থাকছে শীত বিষয়ক ছড়া। আশা করি লেখার মান উন্নয়নে সচেষ্টরা আসরে অংশগ্রহন করে গ্রুপকে আবার তার আপন সজীবতায় জাগিয়ে তুলবেন।
.
#প্রতিভাবিকাশ সাপ্তাহিক সাহিত্য আসর—১৬৭
#বিষয়ঃ শীতের ছড়া
#সময়ঃ রবিবার (১৪/০১/২০১৮) থেকে সোমবার (১৫/০১/২০১৮) রাত ১১টা পর্যন্ত।
#গ্রুপের শৃঙ্খলা বজায় রাখতে আসর চলাকালে বিষয়ভিত্তিক লেখা ছাড়া অন্যলেখা পোস্ট করা হতে বিরত থাকবেন।
#লেখার শুরুতে সাপ্তাহিক আসর নং উল্লেখ করতে হবে।
#অন্যের লেখা পড়ে বিশ্লেষণাত্মক চিন্তা এবং মন্তব্যের মাধ্যমে নিজেদের সাহিত্যজ্ঞান সমৃদ্ধ করুন।
.
আপনাদের টাইমলাইনে আমাদের গ্রুপ শেয়ার করতে পারেন।আপনার বন্ধুদের অ্যাড দিয়ে আমাদের এই সুস্থধারার সাহিত্যগ্রুপ ছড়িয়ে দিতে সহায়তা করুন।
সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদের সাথে থাকুন।
.
https://mobile.facebook.com/groups/1779035819000242?refid=18&__tn__=C-R