বউকে ডরাই নাকি!
মোস্তাফিজুর রহমান সরকার 

বউকে আমি ডরাই নাকি
কাজের মাঝে রাগ করে 
তাইতো আমি দূরেই থাকি
কোমল হাতে হাত ধরে 
বলেন কাজে মনটা দাও। 

ভাল্লাগে না ঝগড়াঝাঁটি 
সংসারটা সামলাতে 
আমিই নাকী অলস খাঁটি
আছি মিথ্যা মামলাতে 
রাগের কথা মানছি তাও। 

করুক যতো রাগ ও মান 
ডাকি তবুও মিছে ছলে 
এসো আমার জানের জান
তখন সে যে রাগে জ্বলে  
পালিয়ে গিয়ে জান বাঁচাই।

ফিরে আবার আসি যখন 
অভিমানেই দেখি বধূ 
রাগ ভাঙাতে চলি তখন
খুনসুটিতে দিয়ে মধু
উপোষ পেটে খাবার চাই।
+++++++++++
ডাক্তার চাই
মোস্তাফিজুর রহমান সরকার 

মুখে আমার নেইতো রুচি
শোনেন সমাচার, 
মরিচ পুড়ে খাই যে খানা
থালা তিনেক চার।

চোখে কী যে হলো আমার
শোনেন কথা তার
ঘুমের ঘোরে যায় না দেখা
জাগলে পরিস্কার।

কানেও কিছু কম শুনি যে
বোবা বধির আর, 
পাওনাদারে চাইলে টাকা 
বলবো কি যে তার। 

দু'চার ঘা কিল ঘুসিও যেন 
মালিশ চমৎকার, 
এমন রোগের চাই যে ডাক্তার 
দেবেন ওষুধ তার।
+++++++++
আগুন জ্বলে
মোস্তাফিজুর রহমান সরকার 

আগুন জ্বলে আগুন জ্বলে
বাজারদরে আগুন জ্বলে
আগুন জ্বলে কলিজায়।

চাল-ডালের ঊর্ধ্বগতি
পেঁয়াজ যেন হীরে ও মতি
দামটা শুনে বলি হায়।

আগুন জ্বলে নদীর জলে
জীবনতরী কেমনে চলে 
ভেবে ভেবেই নিরুপায়। 

আগুন জ্বলে ক্রেতার মনে 
দোকানপাটে জিজ্ঞাসনে
বলেও কথা ভীরুতায়। 

আগুন জ্বলে ব্যবসাতেও
ছলচাতুরী ঘাপলাতেও
পুঁজি রাখাই বড়দায়।

দুখে জীবন হচ্ছে পার
মুখে মিষ্টি হাসিই সার
মহাজনের করজায়

আগুন জ্বলে সারাটা দেশ
মানুষ মরে হোক না শেষ
লোভটা শুধু ক্ষমতার। 

আগুন জ্বলে সিংহাসনে
ক্ষমতা পেলে দুঃশাসনে
রক্ত চোষে জনতার
 
Top