শিরোনামহীন স্বপ্ন
আসমা -উল হোসনা
আমার দু'চোখে একসময় অনেক স্বপ্ন ছিলো
আমি সাদা মেঘের ভেলায় ভেসে
সাত সমুদ্র দেবো পাড়ি।
আমি ভেসে যাব সুদুর অজানায়
রুপকথার রাজপুত্তুরের খোঁজে,
তার সাথে ভাব হবে, আরও হবে আড়ি।
আমি কল্পতরু, তেপান্তরের 'পারে
সাদা ঘোড়ায় ছুটছি রুদ্ধশ্বাস,
ছিন্ন আমার নীলাম্বরী শাড়ি।
বাস্তবতার করাল কষাঘাতে
আমার স্বপ্ন দেখার আঁখিতে নেই আলো
আমি বাস্তবতার ব্যস্ততম নারী।
এখন আমার শুধুই বেঁচে থাকা
আর বয়ে চলা নিরানন্দ গ্লানি
স্বপ্ন আমার কোন রুপকথার গল্প নয়
আমি এভাবেই স্বপ্নবিহীন বাচঁতে যেন পারি।
শিরোনামহীন স্বপ্ন
আসমা -উল হোসনা
১২ /০১ /১৮ ইং