টেনশনে বসবাস!
আরজু আহমেদ নোমানী।
********************************
টেনশনে আছি,টেনশনে থাকি টেনশনে বসবাস,
টেনশনের মাঝেই রয়েছে আবার বিরাট সর্বনাশ।
টেনশন করে কী-ইবা হয়েছে পুরেছে কী মনোরথ?
টেনশনের মাঝে নেইতো কল্যাণ নেই সমাধানের পথ!
টেনশনে হয় শরীরের ক্ষয় টেনশনে জীবন নাশ,
তারপরেও মানব সমাজের টেনশনেই বসবাস।
মহান রবে যা রেখেছে নিত্য তোমার ভালে,
টেনশনে তা দূর হবেনা মনে রেখো কোন কালে।
তাইতো বলি টেনশন নয় ধৈর্যেই সমাধান আছে,
টেনশন ফেলে জীবনযুদ্ধে এসো ধৈর্যের কাছে।
ধৈর্য দিয়ে জীবন যুদ্ধে লড়তে হবে জেনো,
টেনশনে কভু পাবেনা সমাধান এই কথাটি মেনো।
রচনাকালঃ ১১জানুয়ারি,২০১৮।
আরজু আহমেদ নোমানী।
********************************
টেনশনে আছি,টেনশনে থাকি টেনশনে বসবাস,
টেনশনের মাঝেই রয়েছে আবার বিরাট সর্বনাশ।
টেনশন করে কী-ইবা হয়েছে পুরেছে কী মনোরথ?
টেনশনের মাঝে নেইতো কল্যাণ নেই সমাধানের পথ!
টেনশনে হয় শরীরের ক্ষয় টেনশনে জীবন নাশ,
তারপরেও মানব সমাজের টেনশনেই বসবাস।
মহান রবে যা রেখেছে নিত্য তোমার ভালে,
টেনশনে তা দূর হবেনা মনে রেখো কোন কালে।
তাইতো বলি টেনশন নয় ধৈর্যেই সমাধান আছে,
টেনশন ফেলে জীবনযুদ্ধে এসো ধৈর্যের কাছে।
ধৈর্য দিয়ে জীবন যুদ্ধে লড়তে হবে জেনো,
টেনশনে কভু পাবেনা সমাধান এই কথাটি মেনো।
রচনাকালঃ ১১জানুয়ারি,২০১৮।