সাহিত্যসম্ভার বিষয়ক জরুরী পোস্টঃ

আসসালামু আলাইকু ওরাহমাতুল্লাহ, বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ'র প্রিয় এডমিন, মডারেটর, সদস্য ও শুভাকাংখী ভাই ও বোনেরা আশাকরি সকলেই আল্লাহর অসীমকৃপায় ভালো আছেন। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমি অতিক্ষুদ্রতম একজন মানুষ। যাকে আপনাদের প্রিয় সাহিত্যসংগঠনের দায়িত্বে রেখেছেন। আমি এর উপযুক্ত নই। তবুও আপনারা ভালোবেসেছেন। বন্ধুরা, গত পুরো একটি বছর আপনারা প্রজন্মকে ভালোবেসে সাথে ছিলেন। আপনারাই এই সু সাহিত্যের সবচেয়ে বড় প্লাটফর্মের মূলশক্তি। আপনাদের সকলের যৌথসহযোগিতায় প্রজন্ম চার বছর অতিক্রম করেছে। ইতমধ্যে তিনটি বইমেলায় তিনটি সংকলন প্রকাশ করেছে। সবই আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায়। এবার কেন আপনাদের প্রিয় পরিষদ থেকে সংকলন প্রকাশ হবে না। আল্লাহর রহমাতে আপনারা নিশ্চয়ই পারবেন। ভালো কাজ কখনো আটকে থাকে না। এবার আমরা একটি সাহিত্যসম্ভার করব। যেখানে সাহিত্যের সবকিছুই থাকবে। বিষয়গুলো নিচে দেওয়া হবে।
.
বন্ধুরা, প্রজন্ম সাহিত্য পরিষদ আর দশটি সাহিত্য সংগঠন বা গ্রুপের মত নয়। এটি সর্ববৃহৎ বা জনপ্রিয় অথবা সবচেয়ে বড় সাহিত্যগ্রুপ না হলেও এটা সম্পূর্ণ আলাদা লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত। যে আদর্শ সত্য ও সুন্দরকে ধারণ করে দেশপ্রেম ও মানবপ্রেমকে। তাই বন্ধুরা এই পরিষদের জন্য একটু আলাদা চিন্তা করতে হবে। এই পরিষদ হবে আপনাদের সাহিত্য বিপ্লবের প্লাটফর্ম ইনশা আল্লাহ। এটাকে নিজের মনে করতে হবে। আসছে বইমেলায় আপনাদের বইও থাকবে ইনশা আল্লাহ। তাই আপনারা সকলেই নিজ সাধ্য অনুযায়ী আপনাদের প্রিয় লেখাটি দিবেন এবং সামর্থমত আর্থিক সহযোগিতা করবেন। আর্থিকভাবে কেউ খুবই সমস্যায় থাকলে আমাকে নিজের ভাই মনে করে ম্যাসেজে জানাবেন তবু দূরে থাকবেন না, আপনাকেও সাথে রাখতে চাই। আর যাদের আর্থিকভাবে তেমন একটা সমস্যা হবে না তারা যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। প্রায় পনের হাজার টাকার (১৫০০০/=) মত লাগে। প্রত্যেক লেখক যদি সর্বনিম্ন ২০০/= দেয় তাহলে বাকিটা আমি ব্যবস্থা করতে পারব ইনশাল্লাহ। যারা সামর্থবান আছেন তারা তো সর্বোচ্চ সহযোগীতা করবেনই।
লেখা দেওয়ার শেষ সময়ঃ ১২/০১/২০১৮ (মাত্র ৭দিন)
লেখা পাঠাবেনঃ engrabdulhakim94@gmail.com
যেসকল বিষয়ে লেখা দেবেনঃ
ক) ছড়া- কবিতা
খ) ছোটগল্প
গ) প্রবন্ধ
ঘ) গীতিকবিতা বা গান
ঙ) লিমেরিক/ হাইকু 

একজন কয়েকটি বিষয়ে লেখা পাঠাতে পারবেন। তবে কয়টা বিষয় প্রকাশ পাবে তা নির্ধারণ করবেন কর্তৃপক্ষ। দ্রুত লেখা পাঠিয়ে দেন। অল্পসময়।
আগামী বইমেলার মিলনমেলাতে প্রজন্মের পরিচালনা পরিষদ নতুনভাবে সক্রিয়দের নিয়ে গঠন করা হবে ইনশাল্লাহ। অগ্রীম বইমেলায় দাওয়াত রইল। আপনাদের সকলকে এই মহান কাজে অংশ নেয়ার তাওফিক দিন। আমিন। আশাকরি আপনাদের সকলের সারা পারো।
.
আপনাদের ভাই,
আলানূর হোসাঈন
প্রতিষ্ঠাতা সভাপতি
বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ
 
Top