বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ : সাহিত্য আলোচনা- ১
কল্পানুভবের গল্পকথা
।। নাসীমুল বারী।।
কল্পানুভবের গল্পকথা
।। নাসীমুল বারী।।
আবদুল মান্নান সৈয়দের ভাষায় 'সাহিত্যের কনিষ্ঠতম শাখা ছোটগল্প।' আর আমি মনে করি কল্পানুভবের গল্পকথার নির্যাসই ছোটগল্প। মানুষের জীবনের ছোট ছোট ঘটনা-রটনার সংবেদনশীলতা প্রকাশ পায় ছোটগল্পে। মনের সৃজনশীলতার সর্বোত্তম প্রকাশ সাহিত্য। প্রযুক্তির এ সময়ে সাহিত্য প্রকাশের ক্ষেত্র অবারিত। শুধু প্রকাশই নয়- পাঠক প্রিয়তা, পাঠক প্রতিক্রিয়া সবই জানা যায় মুহূর্তে। ফেসবুক তেমন একটি অবারিত প্রান্তর। এখানে শুধু পাঠক তৈরি নয়, লেখকও তৈরি হচ্ছে। বিভিন্ন সাহিত্যগ্রুপ সাহিত্য ও সাহিত্যিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে অবিরত। বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ তেমনি একটা গ্রুপ। সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে তারা এ পর্যন্ত ১০৮টি আসরের অায়োজন করেছে। সাধুবাদ জানাই এমন একটি সৃজন-মননশীল কর্মকাণ্ডের জন্য। ১০৮নং আয়োজন ছোটগল্প প্রতিযোগিতা। প্রতিযোগিতার সব ক'টি গল্পই পড়া হয়েছে। তবে পুরস্কারপ্রাপ্ত গল্প দুটি নিয়েই আমার আলোচনা।
যোগ্যতর ও চমৎকার গল্প হিসেবেই রিফাহ রায়হানার 'রিকসাটি' প্রথম হয়েছে। সত্যি পরিপূর্ণ সাহিত্যমানের একটি ছোটগল্প এটি। আত্মকথনধারায় লেখা গল্পটি লেখনিশৈলীতে অপরূপ। অতি সাধারণ ঘটনাও অসাধারণ হয়ে উঠেছে। বাক্যগঠন আর শব্দচয়নেও লেখনিশক্তির পরিচয় দিয়েছেন লেখক। জীবনের চালচিতের নিপূণ চিত্র এঁকেছেন তিনি। গল্পে ম্যাসেজ এসেছে, তবে বিরক্তিতে নয়- গল্পময়তায়। লেখকের পাঠককে ধরে রাখার ক্ষমতা বেশ। পাঠক মতামতে সে চিত্রটিই উঠে এসেছে। স্বার্থক আর সুন্দর গল্পটির জন্য ধন্যবাদ কথাশিল্পীকে।
২য় গল্পটি এম হাবিবুর রহমান হাবিবের 'অর্পিতা'। আমাদের সমাজ জীবনের কলুষিত দিকটি উঠে এসেছে। লেখক সমাজের দর্পন- দৃষ্টির পেছনও থাকে তাদের দৃষ্টি। এখানেও তা-ই। চাকুরির জন্য, সমাজে সুন্দর জীবন-যাপনের জন্য নেপথ্য কী ত্যাগ করতে হয়, সে সবের সাবলীল চিত্র বর্ণিত হয়েছে 'অর্পিতা'য়। গল্পের লেখনিধারা ভাল। লেখকের মাঝে গল্প তৈরির প্রবণতা আছে। ম্যাসেজও এসেছে, এসেছে ছোটগল্পের মতই সমাপ্তি। তবে বানানের অমনোযোগিতা লক্ষ্য করা গেছে। যেমন- আত্মহত্মা>আত্মহত্যা। এমন আরো ক'টি ভুল আছে- যেগুলো টাইপিং ভুল নয়। অনেক অনেক ধন্যবাদ কথাশিল্পীকে সুন্দর গল্পটির জন্যে।
সাহিত্য জী্নের কথা বলে। সাহিত্য মনের খোরাক জুটায়। সাহিত্য সৃষ্টিশীল কর্ম। ছোটগল্প সাহিত্যেরই একটি চমকপ্রদ ধারা। ছোটগল্প কথামালার নান্দনিক বিন্যাস। আর এ জন্যই গল্পকাররা 'কথাশিল্পী'। এমন প্রতিযোগিতায় বেরিয়ে অাসুক আরো আরো কথাশিল্পী- সে প্রত্যাশাই রইলো।
সাহিত্য প্রতিযোগিতা আয়োজন সত্যি কষ্টসাধ্য ব্যাপার। বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় তাদেরকেও জানাই মোবারকবাদ।
#
২০ নভেম্বর, ২০১৬
#
২০ নভেম্বর, ২০১৬