দরকারি কথা
আতিফ আবু বকর


জুমার নামাজ পড়ে ফিরছি। রোদের তেজটা খুব বেশি আজকে।ঘেমে গেছে সারা গা। বাড়ির পথে ঢুকতে ঢুকতে পাঞ্জাবিটা খুলছি।
হঠাৎ বড়ো ফুফুর ডাকে থমকে গেলাম!
-তুই একটু শুনে যা
-ফুফু খুদা লাগছে খুব
ভাত খেয়ে আসছি
-আচ্চা, ঠিক আছে। শুনে যাস কিন্তু
ক'দিন ধরে তোকে খুঁজছি কটা দরকারি কথা আছে
-আমি ভাত খেয়েই আসছি ফুফু। তুমি বাড়ি যাও
ভাত খেতে মনে পড়ল বাজারে যেতে হবে। আড্ডা আছে বন্ধুদের সাথে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দ্রুত। কিছুদূর যেতেই ফুফুর কথা মনে পড়ল। বুকটা খচখচ করছে। সাইকেল ঘুরাবো কি ঘুরাবো না। ফুফু হঠাৎ কেন ডাকলেন। কি এমন দরকারি কথা। সাত পাঁচ ভাবতে ভাবতে বাজারে চলে এলাম।
আগেভাগে ফিরতে চেয়েও ফেরা হলো না। মাগরিবের নামাজ পড়ে বাড়ির পথে সাইকেল ঘুরালাম। আবার ফুফুর কথা মনে পড়লো। বাজার থেকে কিছুদূর এলেই ব্রিজ তারপর ছোট আরেকটা বাজার।
ওখানে দেখি ফুফাতো ভাই বসা। দু'জন ধরে মোটরসাইকেলে তুলছে। গোঙান কান্নার অস্ফুট একটা আওয়াজ ভেসে এলো!
হঠাৎ সাইকেলের গতি বেড়ে গেল আমার
রুদ্ধশ্বাসে ছুটছি
বুকটা যেন জ্বলে যাচ্ছে
কাছাকাছি চলে এসেছি প্রায়
আগে ফুফুর বাড়ি তারপর আমাদের
সাইকেলের গতি শ্লোত হয়ে গেল ফুফুর দরজায়
ততক্ষণে ফুফুর জীবন প্রদীপ নিভে গেছে!
মা ডেকে বললেন মরার আগে তোকে খুঁজছিলো বড়োবু
কি যেন দরকারি কথা ছিলো
তোকে বলবার!
👎
রবিবার # ১৩ আগষ্ট,১৭
 
Top